Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৬০ টি লটারি কেটে ৬ কোটি টাকার মালিক হলেন আমেরিকার এক বাসিন্দা

Updated :  Tuesday, December 15, 2020 6:22 PM

ভার্জিনিয়া: লটারি কেটে কোটিপতি হওয়ার ঘটনা একাধিক রয়েছে কিন্তু প্রত্যেকটি লটারিতেই কোটি টাকা জেতার দৃষ্টান্ত বোধ হয় এই প্রথম। আমেরিকার ভার্জিনিয়ায় কোয়াম ক্রস নামক এক ব্যক্তি নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য আট জায়গায় মোট দুটি করে অর্থ্যৎ মোট ১৬০ টি লটারি কেটেছিলেন। প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি জ্যাকপট পেয়েছেন। আর তাই এই মুহুর্তে তার প্রাপ্ত অর্থের পরিমাণ ছয় কোটি টাকা, যা জানতে পেরে কার্যত আবেগে ভাসছে ওই ব্যক্তি।

জানা গিয়েছে, সব মিলিয়ে ক্রসের প্রাপ্ত অর্থের পরিমাণ ৮০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যেটা হয় ৫.৯ কোটি। এই আমেরিকান নাগরিক নিজের বিশাল অর্থের প্রাপ্তি দেখে বলেছেন, ‘এত টাকা আমি জিতেছি তা এখনও বিশ্বাস করতে পারছি না। নিশ্চিত হওয়ার জন্য অন্তত ৮২ বার প্রত্যেকটি টিকিটের নম্বর আমি মিলিয়ে দেখেছি। কারণ, আমি ভাবতেই পারিনি এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটতে পারে।’ তবে এর পাশাপাশি এত টাকা তিনি কীভাবে ব্যবহার করবেন বা কোন খাতে খরচ করবেন, তা নিয়ে তিনি বিস্তারিতভাবে কিছু জানাননি। তবে এই ঘটনা একেবারেই বিরল।