সুশান্তকে নিয়ে বানিয়ে ফেললেন জীবন্ত স্ট্যাচু, মুহূর্তে ভাইরাল ভিডিও

একেই বলে আসল ভালোবাসা। একদম অভিনব কায়দায় সুশান্ত সিং রাজপুতকে সন্মান দিলেন এক ভক্ত। পশ্চিমবঙ্গের আসানসোলের এক বাসিন্দা বানিয়ে ফেললেন সুশান্তের জীবন্ত স্ট্যাচু। দিব্ব্যি হাসছেন অভিনেতা। কখনো ভক্তের কাঁধে হাত…

Avatar

একেই বলে আসল ভালোবাসা। একদম অভিনব কায়দায় সুশান্ত সিং রাজপুতকে সন্মান দিলেন এক ভক্ত। পশ্চিমবঙ্গের আসানসোলের এক বাসিন্দা বানিয়ে ফেললেন সুশান্তের জীবন্ত স্ট্যাচু। দিব্ব্যি হাসছেন অভিনেতা। কখনো ভক্তের কাঁধে হাত রেখে ছবি তুলছেন তো কখনো একাই দাড়িয়ে পোজ দিচ্ছেন। সব মিলিয়ে সুশান্তকে আবার বাঁচিয়ে দিলেন আসানসোলের এই শিল্পী।