কার্গিল: একে যখন করোনা আবহের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছে বিশ্ববাসী তথা গোটা দেশ, ঠিক তখনই বহুবার ভূমিকম্পের সাক্ষী থেকেছে দেশের বিভিন্ন অংশের মানুষজন। এবার ভূমিকম্পের সাক্ষী রইল খোদ কার্গিল। মঙ্গলবার ভোর ৫ টা ৪৭ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪।
ভূকম্পনে কার্গিলের মাটি কেঁপে উঠলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই বা ক্ষয়ক্ষতি না হলেও সেখানকার মানুষ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। এমনিতেই সব সময় যুদ্ধ পরিস্থিতি মধ্যে দিন কাটাতে হয় কার্গিলবাসীদের, তার ওপর এই ভূকম্পন আতঙ্ককে আরও জোরালো করেছে বলেই মনে করা হচ্ছে। যদিও এ ভূকম্পনের উৎস স্থল এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। এমনকি ঠিক কী কারণে হঠাৎ এভাবে কেঁপে উঠল কার্গিল, তা খতিয়ে দেখছেন ভূতত্ত্ববিদরা।
প্রসঙ্গত, সপ্তাহের শুরুর দিন সোমবার ভোরে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই। চলতি মাসের প্রথম দিনে একইভাবে ভূমিকম্প হয়েছিল মহারাষ্ট্রেও। বারবার দেশে এত ভূমিকম্প হওয়ার কারণ যদিও এখনও পর্যন্ত ভূতত্ত্ববিদরা বুঝে উঠতে পারছেন না। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেশের মাটি কেঁপে ওঠার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ, তা বলাই যায়।