দেশনিউজ

MBA পরীক্ষায় গণটোকাটুকি, বেসরকারি কলেজকে জরিমানা ৫ লক্ষ টাকা

Advertisement

নয়ডা :  মোবাইল দেখে টোকাটুকির অভিযোগ উঠেছে নয়ডার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। সূত্রের খবর কলেজের ২০০ জন পরীক্ষার্থী মোবাইল ফোন দেখে টুকলি করে এমবিএ পরীক্ষা দেয়। এই ঘটনার পরেই গণটোকাটুকির ভিডিয়ো রেকর্ড করে পাঠানো হয় ড. এপিজে আবদুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে।

ভিডিও প্রকাশ্যে আসতেই ওই কলেজকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে ড. এপিজে আবদুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি। ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে মোট ১৫৬টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এই ঘটনায় আপাতত ক্যান্সেল করা হয়েছে পরীক্ষা কেন্দ্র।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আশিষ মিশ্র জানিয়েছেন, “ভিডিয়ো হাতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা কলেজটি ট্র্যাক করে ফেলি। পুরো বিষয়টি ঠিক করে তদন্ত করে দেখা হবে। ওই পরীক্ষাকেন্দ্রে ইনভিজিলেটের দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। কলেজে আরও যে তিনটি পরীক্ষা হওয়ার কথা ছিলো সেগুলিও বাতিল করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে”।

Related Articles

Back to top button