কলকাতা: দাউ দাউ করে জ্বলে উঠলো ফ্ল্যাট (Flat)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার। গতকাল, বৃহস্পতিবার (Thursday) রাতের ঘটনা কলকাতার (Kolkata) গড়ফা (Garfa) এলাকার।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে আবাসনের একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশিরা স্বত্বর ওই ফ্ল্যাটে যায়। সেইখানে গিয়ে তারা হতবাক। দাউ দাউ করে জ্বলছে বিছানা। সেই বিছানা তে শুয়ে রয়েছে ৭৮ বছরের তপতি সরকার, ফ্ল্যাটের মালিক। কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল সারা ঘর। তারপর প্রতিবেশীরাই দমকল ও থানায় খবর দেয়। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার কাজ শুরু করে দেয়। তৎক্ষণাৎ তপতি দেবীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পৌঁছানো মাত্রই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রের খবর, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পরিবার তরফে জানা যায়, একমাত্র মেয়ের বিয়ের পর ওই ফ্ল্যাটে একাই থাকতেন তপতি দেবী। এখন প্রশ্ন উঠছে আগুন লাগলো কিভাবে? ফ্ল্যাটের আবাসিকদের দাবি, আগ্নিকান্ডের সময় যেহেতু তিনি বিছানাতেই ছিলেন তাই মনে করা হচ্ছে আগুনে পুড়েই মারা গিয়েছেন তিনি। কিন্তু কোনো আর্তনাদের আওয়াজ পাওয়া যায়নি। তদন্তকারীরা বিষয়েটা খতিয়ে দেখছে।