Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রানাঘাটে মহিলার অস্বাভাবিক মৃত্যু, ঘটনার তদন্তে পুলিশ

Updated :  Friday, January 15, 2021 7:10 PM

নদীয়া: তিন-চারদিন ধরে ঘরের মধ্যে পচে গলে পড়ে রইল মহিলার দেহ। পাহার দিল দুই পোষ্য। এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) রানাঘাটের (Ranaghat) কামারপাড়া মোড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই মহিলার, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গেছে ওই মহিলার নাম চন্দ্রা সরকার। তাঁর স্বামী রাজকুমার সরকার পেশায় পুলিশ কর্মী। তিনি বর্তমানে বাগদা জিআরপিতে কর্মরত। শুক্রবার সকালে পচা গন্ধ পেয়ে তার উৎস খুঁজতে বের হন এলাকাবাসী। সেই সময় রাস্তার পাশে ওই মহিলার বাড়ির জানলা দিয়ে তাঁর পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই রানাঘাট থানায় খবর দেন তাঁরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় দেহটি।

এই প্রসঙ্গে মৃতার স্বামী রাজকুমার সরকার জানিয়েছেন, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন তাঁর স্ত্রী। সঙ্গী ছিল দুই পোষ্য। তিনি বাগদা জিআরপিতে কর্মরত। গত ৪ তারিখ বাড়ি থেকে বের হন রাজকুমারবাবু। ফোনেই যোগাযোগ ছিল স্ত্রীয়ের সঙ্গে। রাজকুমারবাবুর দাবি, বুধবার বাড়িতে চিকিৎসক আসেন, কিন্তু সাড়াশব্দ না পেয়ে ফিরে যান। এরপর শুক্রবার সকালে স্ত্রীয়ের মৃত্যু সংবাদ পান তিনি। পোষ্য দুটিই না খেয়ে দেয়ে তাঁর স্ত্রীয়ের দেহ পাহারা দিয়েছে বলে জানান রাজকুমারবাবু। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে নেমেছেন পুলিশ কর্তারা।