Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাল নয়, কুচকুচে কালো লিপস্টিকে নজর কাড়লেন বাংলা সিরিয়ালের ‘হিয়া’

Updated :  Sunday, January 17, 2021 9:22 PM

সম্প্রতি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika chakraborty)- র কয়েকটি বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি ছবি বিশেষভাবে নজর কেড়েছে। ছবিতে অনামিকার পরনে রয়েছে কালো রঙের ফ্লোরাল ড্রেস। তার সঙ্গে মানানসই করে অনামিকা নিজের ঠোঁটে লাগিয়েছেন কালো রঙের লিপস্টিক ও চোখে উইংগড আইলাইনার। আপাতত অনামিকার ঠোঁটের কালো লিপস্টিক নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে। নেটিজেনদের একাংশ বলেছেন, কালো লিপস্টিক লাগিয়ে অনামিকার ঠোঁটের সৌন্দর্য নষ্ট হয়েছে। অনেকের মতে, কালো বিপ্লবের রঙ। সুতরাং অনামিকা কালো লিপস্টিক পরে ফ্যাশন বিপ্লবের সূচনা করেছেন। তবে এককথায় বলা যায়, অনামিকার ঠোঁটের বিষাক্ত মাধুর্য অনেকের কাছে অনুকরণীয় হয়েছে।

তবে অনামিকা এত বিপ্লব-টিপ্লবের ধার ধারেননি। তিনি এই ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি সেই পৃথিবীতে চলে যেতে চান, যেখানে তাঁর চোখদুটো ক্লান্ত হবে না এবং মানুষের মধ্যে থাকবে সংহতি। সেই পৃথিবীতে নিজের বাড়ি খুঁজে পেতে চান তিনি। সেই পৃথিবীকে আপন করে নিয়ে সেখানে নিজের প্রাচুর্যের বিস্তার ঘটাতে চান অনামিকা।

অপর নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড নন অনামিকা। তিনি ভালোবাসেন বেড়াতে, পাহাড়ে চড়তে। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট খুব অনিয়মিত হলেও চর্চার মধ্যেই চলে আসে। জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘এখানে আকাশ নীল’-এ হিয়ার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন অনামিকা। তাঁর বিপরীতে উজানের চরিত্রে অভিনয় করেছিলেন শন ব্যানার্জী (shawn Banerjee)। উজান-হিয়ার জুটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। ‘এখানে আকাশ নীল’ শেষ হয়ে গেলেও দর্শকরা অপেক্ষা করছেন অনামিকা-শন জুটিকে আবারও অনস্ক্রিন দেখার জন্য।