বলিউডের জনপ্রিয় মুখ অনন্যা পান্ডে আবারও আলোচনায়। বিলাসবহুল লাইফস্টাইলের জন্য যিনি সবসময় শিরোনামে থাকেন, তিনি এবার ভক্তদের মন কেড়েছেন নিজের সাম্প্রতিক ভ্যাকেশন লুক দিয়ে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একাধিক ছবিতে অনন্যাকে দেখা গেছে সমুদ্রের ধারে বিকিনি পরে, আর সেই সঙ্গে মনোরম প্রকৃতির দৃশ্য ভক্তদের মুগ্ধ করেছে।
সমুদ্রতীরে অনন্যার রূপ
ছবিগুলি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ভক্তরা বলছেন, অনন্যার এই বিকিনি লুক তাঁদের হৃদয়ে ঝড় তুলেছে। শুধুমাত্র সাজ নয়, ছবিগুলির ব্যাকড্রপে থাকা নীল সমুদ্র, সোনালি সূর্যাস্ত আর প্রকৃতির সৌন্দর্য ছবিগুলিকে করেছে আরও আকর্ষণীয়।
ইনস্টাগ্রামে অনন্যার অভিজ্ঞতা
ইনস্টাগ্রামে এক দীর্ঘ ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমি পুরোপুরি অবাক! সমুদ্রের কচ্ছপের সঙ্গে সাঁতার কাটা, কাছ থেকে ডলফিন দেখা, মনোরম সূর্যাস্ত উপভোগ করা, পায়জামা পরে ইগল রে মাছেদের ভেসে বেড়ানো দেখা, গাছের ওপর বানানো রেস্তোরাঁয় সুস্বাদু খাবার খাওয়া, ম্যাসাজ আর পিলাটেস করা—সবটাই যেন স্বপ্নের মতো লাগছে। কেউ আমাকে চিমটি কেটে বলুক, এটা সত্যি কি না!”
কেরিয়ারে মিশ্র সাফল্য
যদিও তাঁর ব্যক্তিগত জীবন ও ভ্রমণকাহিনি প্রায়শই শিরোনাম হয়, তবুও অনন্যার অভিনয়জীবন এখনো পর্যন্ত দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এক ডজনেরও বেশি ছবিতে অভিনয় করলেও দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলতে পারেননি তিনি। অন্যদিকে, অনন্যার ভাই আহান পান্ডে নিজের প্রথম ছবি ‘সেয়ারা’ দিয়েই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছেন। ফলে ভক্ত ও সমালোচকদের অনেকেই তুলনা করছেন দুই ভাইবোনের যাত্রাপথ নিয়ে।
আগামী ছবি
ওয়ার্কফ্রন্টে অনন্যা শিগগিরই লক্ষ্য লালওয়ানির সঙ্গে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে অভিনয় করবেন। এটি একটি প্রেমের গল্প, পরিচালনা করেছেন বিবেক সোনি। এছাড়া কার্তিকের সঙ্গে তাঁর আরেকটি ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।
ভক্তদের প্রতিক্রিয়া
ভক্তরা বলছেন, অনন্যার এই ভ্যাকেশন ছবিগুলি যেন এক নতুন অনন্যাকে উপহার দিয়েছে তাঁদের। গ্ল্যামার, বিলাসিতা আর প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে তৈরি এই মুহূর্তগুলি নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলছে।














