Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোটবেলা থেকেই শাহরুখ খানের ছেলের ওপর লাইন এই অভিনেত্রীর, আরিয়ান খানের সঙ্গে এই কাজটি করতে চান

Updated :  Sunday, July 31, 2022 10:58 AM

বর্তমান সময় দাঁড়িয়ে বলিউডের কিং খানের পুত্র আরিয়ান খান প্রায়ই চর্চায় থাকেন মিডিয়াতে। গতবছর মাদক মামলায় গ্রেফতার হয়ে প্রায় একমাস জেল হেফাজতে ছিলেন তিনি। সেই থেকেই আরো বেশি করে চর্চায় থাকতে দেখা যায় শাহরুখ পুত্রকে। তবে সম্প্রতি জানা গিয়েছে আরিয়ান খানের উপর ছোট থেকেই ক্রাশ ছিল এই সেলেব কিডের। ‘কফি উইথ কারাণে এসে নিজেই স্বীকার করেছেন তিনি।

উল্লেখ্য, ‘কফি উইথ কারাণ’এর সাম্প্রতিক এপিসোডে উপস্থিত হয়েছিলেন চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। তার সাথে এই শোতে দেখা মিলেছিল দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার। খুব শীঘ্রই বড়পর্দায় জুটি হিসেবে দেখা মিলবে তাদের। ‘লাইগার’এ একসাথে দেখা মিলতে চলেছে তাদের। সেই নিয়ে এই মুহূর্তে এমনিতেই চর্চায় রয়েছেন এই অনস্ক্রিন তারকা জুটি। তবে সম্প্রতি ‘কফি উইথ কারাণ’এ একসাথে উপস্থিত হয়ে আবারো চর্চার আলোয় এই দুই তারকা।

এই শোতে উপস্থিত হয়ে কারাণের সাথে কথা বলার সময়ই ছোট থেকে আরিয়ান খানের প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছেন। তার ঘনিষ্ঠ দুই বন্ধু সুহানা খান ও সানায়া কাপুরকে নিয়েও কথা হয়েছে। সেখানেই সঞ্চালক কারাণ জোহারের একটি প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ছোট থেকেই শাহরুখ পুত্রকে ভালো লাগতো তার। তবে আরিয়ান খান সেভাবে বিষয়টি পাত্তা না দেওয়ায়, তা আর এগোয়নি। অভিনেত্রীর এই কথা শুনে কারাণ বলেন, আরিয়ান খানের সাথে তার কিছু একটা হলে তা মন্দ হতো না। তবে এই এপিসোডে অভিনেত্রীর কথা থেকে এটুকু স্পষ্ট, বেশ অনেকদিন ঈশান খট্টরের সাথে ডেট করেছেন অনন্যা। তবে এই মুহূর্তে খুব সম্ভবত আদিত্য রায় কাপুরকে ডেট করছেন চ্যাঙ্কি পান্ডে কন্যা।