Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ananya Panday: মাদককান্ডে কি যোগ অনন্যার! শুক্রবার ফের সমন জারি করা হল অভিনেত্রীকে

Updated :  Friday, October 22, 2021 12:19 AM

বলিউড আর মাদক যোগ এই দুই শব্দ যেন সমার্থক হয়ে উঠেছে। গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নড়ে চড়ে বসেছে এনসিবি। গত বছর মাদক চক্রের জন্য গত বছর জেল খেটেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এইবছর কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজে শিরোনামে উঠে এসেছে শাহরুখ পুত্র আরিয়ান খান । অক্টোবরের শুরুতেই মাদক কান্ডে গ্রেফতার হয়েছেন এই স্টারকিড।

দিন যত যাচ্ছে এই মাদক চক্রের জট আরো জট বাঁধছে। এই হাইপ্রোফাইল মাদক মামলায় নতুন পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক চক্রের অন্যতম অপরাধী আরিয়ানের চ্যাটের সূত্র ধরে আরও এক অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় এনসিবি। এবার তল্লাশি চালানো হল অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা নবাগত বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে। অন্যনা যে খান পরিবারের ঘনিষ্ঠ তা সকলেরই জানা। তাই অনেকেই এনসিবির এই অভিযানের সঙ্গে আরিয়ানের মাদক মামলার সংযোগ রয়েছে খুঁজে পেয়েছেন। মাদক মামলায় তদন্তের জন্য তাঁকে জেরা করার কথাও বলা হয়েছে। এই দিন উপস্থিত হতে বলা হয়েছে এনসিবি-র দফতরে। এদিন অভিনেত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, ল্যাপটপ।

Ananya Panday: মাদককান্ডে কি যোগ অনন্যার! শুক্রবার ফের সমন জারি করা হল অভিনেত্রীকে

বাবা চাঙ্কিকে সাথে নিয়ে বৃহস্পতিবার বিকেলে এনসিবি অফিসে পৌঁছলেন অনন্যা পাণ্ডে। এনসিবি সূত্রে খবর সমীর ওয়াংখেড়ের মুখোমুখি হয়েছিলেন অনন্যা। গতকাল বিকেল ৪.০৫ নাগাদ এনসিবি অফিসে পৌঁছান অনন্যা। এদিন সাদা কুর্তা আর ডেনিম জিন্স পরে পাপারিজ্জদের ক্যামেরাতে ধরা পড়েন। রীতিমতো অনন্যার এই ছবি ভাইরাল হয়েছে। সমালোচকদের অভিমত, জিজ্ঞাসাবাদের আগেইই ভয় পেয়ে গিয়েছেন অনন্যা! তারপর ৬.১৫ নাগাদ তাঁকে বেরিয়ে আসতে দেখা যায় এনসিবির অফিস থেকে। তখনও মেয়ের পাশে দৃঢ় ভাবে ছিলেন চাঙ্কি। আজ শুক্রবার ফের এনসিবি-র অফিসে আসার সমন ধরানো হয়েছে অভিনেত্রীকে। 

উল্লেখ্য,বুধবারই এনসিবি আরিয়ানের জামিনের শুনানিতে দাবি করেছিল, শাহরুখ পুত্র আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে মাদক দ্রব্য নিয়ে কথাবার্তার প্রমাণ পেয়েছেন তাঁরা। এরপরেই বৃহস্পতিবার অনন্যার বাড়িতে তল্লাশি চালানো। দুই ঘটনার ঢোর খুঁজে পাচ্ছেন অনেকেই। যদিও এনসিবি-র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অনন্যাকে।