আর কিছু সময়ের মধ্যেই করোনার ভ্যাকসিন আনবে ভারত, আশাবাদী শিল্পদ্যোগী
ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে মুহুর্মুহু। তার মাঝেই শোনা গেল এক বিস্ময়কর তথ্য। রণ মজুমদার শাহ যিনি বায়োকনের সহ প্রতিষ্ঠাতা তিনি মনে করছেন, ভারত মাত্র একবছরের মধ্যেই তৈরি করবে করোনার ভ্যাকসিন। দেশে আক্রান্ত ছাড়িয়েছে ২৭,০০০ এবং মৃত্যু হয়েছে ৮০০ বেশি মানুষের। এই মূহুর্তে সারা বিশ্ব তোলপাড় করোনার বিরুদ্ধে লড়াই করার মোক্ষম অস্ত্রের সন্ধানে।
আর এরই মাঝে রণ মজুমদার শাহ জানালেন, আগামী একবছরের মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে হাজির হবে ভারত। শুক্রবার সংবাদ মাধ্যমকে তিনি জানান, এখন বিশ্ব জুড়ে যে ভাইরাসের বিরাজ চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য ভ্যাকসিন তৈরিতে তিনটি সংস্থা গবেষণা চালাচ্ছে। তিনি আরও বলেন, দেশে প্লাজমা থেরাপি শুরু হওয়া দরকার। এছাড়া তিনি আরও উচ্চপদস্থ আধিকারিকদেরকে এব্যাপারে পরামর্শ দিয়েছেন। যদিও করোনায় প্লাজমা দান করবেন বলে জানিয়েছেন হাবরার তরুণী।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, জিনের গঠন পাল্টে কোভিড-১৯ নিজেকে পরিবর্তন করে ফেলেছে। সংক্রমণের একদম শুরু থেকে আজ অবধি এই ভাইরাস নিজেকে ক্রমে বদলেই চলেছে। যার ফলে বিজ্ঞানী থেকে শুরু করে ভাইরোলজিস্টরাও হিমসিম খাচ্ছে এই ভাইরাসের গতিবিধি নির্ণয়ে। যদিও আশার আলো বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়ে গেছে।