Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর কিছুক্ষনের অধ্যে রাজ্যে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! জানালো আবহাওয়া দফতর

Updated :  Wednesday, September 18, 2019 4:26 PM

আজ বিশ্বকর্মা পুজো। সকাল থেকেই পুজোতে মাতোয়ারা সারা বাংলা, সেজে উঠেছে প্রতিটি অলিগলি। বিকালের দিকে আকাশে উড়বে নানা রঙের ঘুড়ি। এরই মাঝে বৃষ্টি হলে ভোকাট্টা হবে পুজোর আমেজ। আজ সারাদিনের আবহাওয়া কেমন হবে জানালো হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয় যে, আজ ভারী বৃষ্টির সম্ভবনা নেই। দক্ষিণবঙ্গে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, বাড়বে স্বাভাবিক তাপমাত্রা। তবে বিকেলের দিকে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এছাড়া আজ ও আগামীকাল, এই দুদিন আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি আন্দামানে ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আন্দামানে জারি করা হয়েছে সতর্কবার্তা।