আজ শনিবার, ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বেশ কিছু আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানা গিয়েছে, অটোমোবাইল, ব্যাঙ্কিং, এনবিএফসি, আবাসন-সহ একাধিক সেক্টরের জন্য বড় ঘোষণা করতে পারেন তিনি। জিএসটি রিফান্ড, ব্যাঙ্কগুলিকে আর্থিক সহায়তা, গাড়ি শিল্পকে চাঙ্গা করার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে খবর৷ একই সাথে শেয়ার বাজারের স্থিতি মজবুত করতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের সারচার্জ তুলে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে৷