‘শার্টলেস’, ‘বোল্ড’ অবতারে হাজির অনিল কাপুর

বয়স যদি জিজ্ঞেস করেন তবে বলব ৬৩। এই ৬৩ তেও এতটা হট, ফিট, স্লিম থাকা যায় তা বোল্ড অনিল কাপুরকে না দেখলে বোঝার উপায় নেই। আপনি যদি অনিল কাপুরের ইন্সটাগ্রামে…

Avatar

বয়স যদি জিজ্ঞেস করেন তবে বলব ৬৩। এই ৬৩ তেও এতটা হট, ফিট, স্লিম থাকা যায় তা বোল্ড অনিল কাপুরকে না দেখলে বোঝার উপায় নেই। আপনি যদি অনিল কাপুরের ইন্সটাগ্রামে ভিজিট করেন তবে বুঝতেই পারবেন কিভাবে সোশ্যাল মিডিয়ার পাতা গরম করছেন অনিল। রইল তাঁর কিছু ছবির ঝলক।

'শার্টলেস', 'বোল্ড' অবতারে হাজির অনিল কাপুর

লকডাউনের মধ্যে কিভাবে ফিট থাকা যায় তার সবরকম চেষ্টা করছেন অনিল কাপুর। বরং এখন সমুদ্রের পারে খালি গায়ে উষ্ণতা ছড়াচ্ছেন। দেখে কে বলবে বয়স ৬৫ ছুঁই ছুঁই!

'শার্টলেস', 'বোল্ড' অবতারে হাজির অনিল কাপুর

কয়েকদিন আগেও নিজের শরীরচর্চার ছবি শেয়ার করেছেন অভিনেতা, এমনকি তিনি এও বলেছেন যে দীর্ঘ ১০ বছর ধরে তিনি কঠিন ব্যাধি লুকিয়ে রেখেছিলেন। এবং বিনা অস্ত্রপ্রচারে দিব্যি আছেন।

'শার্টলেস', 'বোল্ড' অবতারে হাজির অনিল কাপুর

অনিল কাপুর নিজেই তাঁর ইন্সটাগ্রামে লিখেছেন, “আমি গত ১০ বছর ধরে অ্যাকিলিস টেন্ডন ইস্যুতে ভুগছি। গোটা বিশ্বের প্রায় বেশিরভাগ চিকিৎসকই আমায় বলেছেন অস্ত্রপচারই একামাত্র উপায়।”