Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অঞ্জলি অরোরা ‘সাইয়ান’ গানে এমন নেচেছেন, চেহারা দেখে দম আটকে গেছে ভক্তদের (VIDEO)

Updated :  Saturday, June 24, 2023 1:53 PM

‘কাচা বাদাম’ গানে নেচে যে একসময় ভাইরাল হয় সেই অঞ্জলি (Anjali Arora) আবারও এসেছেন চর্চায়। কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’-এ থাকার সময়েও তিনি যেমন চর্চায় ছিলেন তেমনই ভাইরাল হওয়া রতিক্রিয়ার এমএমএস কাণ্ডের পর তার সমালোচনা দ্বিগুণ বেড়ে যায়। এদিকে বহুদিন পার হয়ে গিয়েছে, এখন অঞ্জলি একজন সোশ্যাল মিডিয়া স্টার। তার ফ্যান ফলোয়িং প্রচুর, এরপরেও পুরনো কেচ্ছা কিছুতেই পিছু ছাড়ছে না।

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা হওয়া অঞ্জলি প্রায় সময় নিজের ভিডিও, ছবি পোস্ট করেন। এবং, তাতে বহু মানুষ রিয়্যাক্ট করেন। কেউ ভালো কমেন্ট করেন তো কেউ নিন্দনীয়। সম্প্রতি, অঞ্জলি একটি নাচের রিল পরিবেশন করেন। যেখানে তাকে একটি লং কালো সুন্দর কুর্তিতে নাচতে দেখা যাচ্ছে। কালো কুর্তির উপর সাদা সুতোর কাজে তাকে খুবই সুন্দর লাগছিল। ব্যকগ্রাউন্ড গান চলছে কৈলাশ খেরের সাইয়া ‘Saiyaan’।

অঞ্জলি ভালো নাচতে পারেন, তাই সাইয়া গানের সঙ্গে তিনি দুর্দান্ত নেচে রিল টি পোস্ট করেন। নাচটি ভালো হলেও নেট জনতার কমেন্ট অন্য কথা বলছে। কেউ কেউ এই নাচ প্রসঙ্গে বলেছেন যে তাদের পুরনো এমএমএস মনে পরে যাচ্ছে। হাসির রোল উঠেছে কমেন্ট বক্সে। একজনের কমেন্ট থেকে কথা কথা ছড়াতে ছড়াতে অঞ্জলি রীতিমত ট্রোলড হয়েছেন।

কিছুদিন আগেও পুষ্পার হিট গান ‘ও আন্তাভা’র তালেই রিল বানাতে দেখা গিয়েছে অঞ্জলিকে। ওই রিল ভিডিওটি মিলিয়নের উপর দর্শক দেখেছেন। এমনকি অনেকে এও বলেছেন যে সমান্থার থেকেও ভালো নেচেছেন অঞ্জলি। অথচ, তার এই ভিডিও ঘিরে বারবার ফিরে আসছে রতিক্রিয়ার কেচ্ছা কেলেঙ্কারির ঘটনা।