Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Anjali Arora Video: ইনস্টাগ্রামে ঝড়, অঞ্জলির আকাশে পোশাক পরার ভিডিও দেখে অবাক নেট দুনিয়া

Updated :  Friday, August 22, 2025 4:07 PM
Anjali Arora

সোশ্যাল মিডিয়ার ঝড় তুলেছেন অঞ্জলি অরোরা। সম্প্রতি তাঁর একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, তিনি আকাশেই পোশাক পরে নিচ্ছেন—যেন জাদুর খেলা। মুহূর্তের মধ্যেই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। কেউ প্রশ্ন তুলেছেন—“গ্র্যাভিটি কোথায় গেল?” আবার কেউ বা প্রশংসা করেছেন তাঁর স্টাইল ও কনফিডেন্সের।

অঞ্জলি অরোরা মূলত এক জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী। তাঁর গ্ল্যামারাস লুক, সাহসী ইমেজ ও স্বতন্ত্র অভিনয়শৈলীর জন্য তিনি আগেই পরিচিত ছিলেন। তবে এই ভাইরাল ভিডিও তাঁর জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই ফলোয়াররা একের পর এক কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

১১ এপ্রিল ইনস্টাগ্রামে অঞ্জলি এই ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৬৩ লাখ বার দেখা হয়েছে এবং ৫ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। শুধু ভিউ ও লাইক নয়, মজাদার কমেন্টও নজর কেড়েছে। একজন ফ্যান লিখেছেন, “এমন কনটেন্ট বানাও, যা কেউ কপি করতে না পারে।”অন্য এক জন মজা করে লিখেছেন, “মনে হচ্ছে গ্র্যাভিটি ছুটি নিয়েছে।”

নেটিজেনরা অঞ্জলির সৃজনশীলতাকে প্রশংসা করেছেন। সাধারণত সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন ভিডিও, ট্রেন্ডি ডান্স বা লাইফস্টাইল কনটেন্ট প্রচুর দেখা যায়। কিন্তু এই বিশেষ ভিডিওটি আলাদা হয়ে দাঁড়িয়েছে তাঁর অভিনব উপস্থাপনার জন্য। এর ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অঞ্জলি।

এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, ডিজিটাল দুনিয়ায় অনন্য কনটেন্ট তৈরি করা গেলে তা দ্রুতই জনপ্রিয়তা পেতে পারে। বিশেষ করে যাঁদের ইতিমধ্যেই ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক, তাঁদের জন্য এটি আরও সহজ হয়ে যায়। অঞ্জলির এই ভিডিও সেই উদাহরণই তৈরি করেছে।