Bhojpuri: অঞ্জনা সিংয়ের সঙ্গে এভাবে রোমান্স করলেন নিরহুয়া, ২৩ লাখের বেশি মানুষ দেখেছে

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, বর্তমানে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একাধিক সাহসী ভিডিও। বিশেষ করে একাধিক ভোজপুরি গান রীতিমত আগুনের গতিতে ভাইরাল হচ্ছে। আজ আমরা আপনাদের সঙ্গে যে…

Avatar

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, বর্তমানে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একাধিক সাহসী ভিডিও। বিশেষ করে একাধিক ভোজপুরি গান রীতিমত আগুনের গতিতে ভাইরাল হচ্ছে। আজ আমরা আপনাদের সঙ্গে যে ভিডিওটি সম্পর্কে বলতে চলেছি, সেটি বর্তমানে তোলপাড় সৃষ্টি করছে ইউটিউব পাড়ায়। ভোজপুরি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানির কয়েক মিনিটের ভিডিও মানুষের মনে রোমান্সের আগুন জালিয়েছে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আম্রপালি-নিরহুয়া জুটির পরে নিরহুয়ার সাথে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন যিনি, তিনি হলেন অঞ্জনা সিং। নিরহুয়া এবং অঞ্জনা সিং অভিনীত এমন একাধিক রোমান্টিক গান রয়েছে, যেগুলি কয়েক কোটি পর্যন্ত ভিউ অর্জন করে নিয়েছে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য ঠিক তেমনি একটি সাহসী গানের ভিডিও নিয়ে এসেছি। যেটি উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে নির্জন স্থান বেছে নিতে হবে। আমরা আপনাদের বলি, নিরহুয়া এবং অঞ্জনা সিংয়ের কেমিস্ট্রিতে এই গানটি দেখার পর তীব্র শীতের মধ্যেও উষ্ণতা অনুভব করবেন আপনি।

সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে কয়েক মিনিটের এই গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। অঞ্জনা সিং এবং সুপারস্টার দীনেশ লাল যাদব (নিরহুয়ার) পুরনো একটি রোমান্টিক গান তথা ‘বদমাশ বাদু কা’ ইউটিউবে আবার ট্রেন্ড করছে। ‘সাইয়ান জি দাগাবাজ’ সিনেমার জনপ্রিয় গানটিতে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তায় অঞ্জনা সিংয়ের কার্ভি ফিগার দেখে নিয়ন্ত্রণ হারাচ্ছেন নিরহুয়া। এরপর তিনি নানা উপায় অঞ্জনা সিং-কে উত্তপ্ত করার চেষ্টা করছেন। প্রচেষ্টা সফল হলে অঞ্জনা সিংয়ের সাথে চুটিয়ে রোমান্স করতে শুরু করেন নিরহুয়া। দেখুন এই সাহসী ভিডিও-