Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভিলেনের সঙ্গে অঞ্জনা সিংকে রোমান্স করতে দেখা গেল, যৌবনের আগুন জ্বলে উঠল

Updated :  Saturday, January 13, 2024 10:44 AM

ভোজপুরি অভিনেত্রী অঞ্জনা সিং (Anjana Singh) আম্রপালি দুবে (Amrapali Dubey) বা কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)- র মতো বিখ্যাত না হলেও কম জনপ্রিয় নন। 2012 সালে ‘এক অউর ফৌলাদ’ নামে একটি ভোজপুরি ফিল্মের মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন অঞ্জনা। একের পর এক হিট ফিল্ম উপহার দিয়েছেন অঞ্জনা। তাঁর শেষ ফিল্ম হল ‘কসম প‍্যায়দা করনেওয়ালোঁ কি 2’। এটিও ভোজপুরি ফিল্ম। আপাতত কয়েক বছর যাবৎ অঞ্জনা মন দিয়েছেন হিন্দি ধারাবাহিকে। তবে এখনও অবধি অঞ্জনা অভিনীত ফিল্মগুলির গান নেটদুনিয়ায় প্রতি মুহূর্তে ভাইরাল হয়ে চলেছে।

ভোজপুরি ফিল্ম ‘নাদান ইস্ক বা’-য় আইটেম ডান্স করেছিলেন অঞ্জনা। ‘মেরি জওয়ানি আগ হ্যায়’ গানের সাথে নেচেছিলেন অঞ্জনা। গানটি গেয়েছেন ইন্দু সোনালি (Indu Sonali) ও মোহন রাঠোর (Mohan Rathore)। সঙ্গীত পরিচালনা করেছেন ছোটে বাবা (Chote Baba)। গানের কথা লিখেছেন সুমিত চন্দ্রবংশী (Sumit Chadravanshi)। ভিডিওতে অঞ্জনার পরনে রয়েছে। সাদা রঙের লেহেঙ্গা-চোলি। চোলিটির একদিক স্লিভলেস, অপর স্লিভ ফুল। লেহেঙ্গাটি রাফলড। থ্রি-টায়ার রাফলড ডিজাইনের লেহেঙ্গাটি ফ্লেয়ারড। লেহেঙ্গা-চোলি জুড়ে রয়েছে রূপোলি সিকুইনের কারুকার্য। চোলির সাথে অ্যাটাচ রয়েছে রূপোলি চেন। লেহেঙ্গা-চোলির সাথে মানানসই সিলভার মাঙ্গটিকা, ইয়ারিং, চুড়ি পরেছেন অঞ্জনা।

নাচের শুরু থেকেই প্রগলভ অঞ্জনা। গানের সুরে নিজের যৌবনের বর্ণনা করেছেন অঞ্জনা। তাঁর বিপরীতে খলনায়ক গেয়ে ওঠেন, অঞ্জনার যৌবন যদি আগুন হয়, তাঁর যৌবন প্রদীপ। তিনি জড়িয়ে ধরেন অঞ্জনার কোমর। অঞ্জনা বলেন, তাঁর শরীর যে ছোঁবে, সে জ্বলে যাবে। কিন্তু ওই ব্যক্তি বলেন, তিনি জল দিয়ে সেই আগুন নিভিয়ে দেবেন। শেষ অবধি ওই ব্যক্তির সাথে অন্তরঙ্গ হন অঞ্জনা। এই ভিডিওটি এখনও অবধি দেড় লক্ষ ভিউ অতিক্রম করেছে।