Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্ত এখন অতীত, প্রেমিক ভিকির জন্য করভা চৌথ-এর উপোষ করলেন অঙ্কিতা

Updated :  Thursday, November 5, 2020 11:10 AM

ছোট পর্দার হাত ধরেই অভিনয়ে অভিষেক হয় সুশান্ত-অঙ্কিতার। প্রেমও শুরু হয় সেই সময় থেকে। দীর্ঘ ৬ বছরের প্রেম একদিন ভেঙ্গে যায়। খ্যাতির চূড়ায় পৌঁছতে থাকে প্রয়াত সুশান্ত অন্যদিকে খ্যাতির আড়ালে চলে যেতে থাকেন অঙ্কিতা। বিচ্ছেদের পর বদলে যায় সুশান্তের জীবন। বার বার অঙ্কিতার কাছে ফিরতে চেয়েও ফেরা হয়নি সুশান্তের। এরপরেই একাধিক প্রেম আসে সুশান্তের জীবনে, আসে অবসাদও। কিন্তু অন্যদিকে অঙ্কিতা ভাব জমায় ভিকি জৈন এর সঙ্গে। বর্তমানে ভিকির জন্যেই করভা চৌথ-এর উপোষ করলেন অঙ্কিতা।

লাল শাড়িতে সেজে ওঠেন অঙ্কিতা লোখান্ডে। ভিকি একজন ব্যবসায়ী। বর্তমানে অঙ্কিতা এই ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। আর তাই বিয়ে না করেই ভিকি জৈনর জন্য করবা চৌথের ব্রত রাখলেন অঙ্কিতা। কিছু মাস আগেও অঙ্কিতা সুশান্তের জন্য আওয়াজ তুলেছিলেন, এমনকি কিছুদিন রং হীন জীবন যাপন করছিলেন। ৬ মাসের মধ্যে সব ভুলে, পুরনো ছন্দে ফেরেন অভিনেত্রী। ইতিমধ্যে অঙ্কিতা ইন্সটাগ্রামে সকলকে করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন।

View this post on Instagram

???

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on