Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Web Series: অঙ্কিতা সিং তাঁর ইচ্ছাপূরণের জন্য লজ্জার সীমা অতিক্রম করলেন, ভিডিও দেখে লজ্জা পাবেন

Updated :  Thursday, March 28, 2024 5:16 PM

আজকালকার দিনের বিনোদনের স্বাদ অনেকটাই বদলে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারির পর থেকে প্রথাগত টিভি বা রেডিওর বিনোদন ছেড়ে সকলেই ঝুঁকেছে মুঠোফোনের দিকে। গজিয়ে উঠেছে নানা ওটিটি অ্যাপ। আজকাল তো এইসব অ্যাপ পিছনে ফেলে দিয়েছে বলিউডকে। এই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ যা দেখে রাতের ঘুম উড়বে আপনার। এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে খায় দর্শকরা। ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যেতে চান সকলেই।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে যেই ওয়েব সিরিজ হইচই ফেলে দিয়েছে তার নাম, ‘মালাই‘। এর দ্বিতীয় পার্ট এখন চর্চায় রয়েছে। এটি Ullu অ্যাপে রিলিজ করেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা সিং। ওয়েব সিরিজ এর গল্প আবর্তিত হয়েছে এক গ্রামের মহিলাকে নিয়ে। তাঁর স্বামী বাড়ি ছেড়ে শহরে যায় কাজের জন্য। এদিকে বৌদিকে যত্ন করার কথা বলে যায় ভাইকে। তবে ওই ভাই বৌদির শরীরী প্রেমে মগ্ন হয়। লুকিয়ে ভিডিও রেকর্ড করে বৌদির সাথে শারীরিক হওয়ার চেষ্টা করে। তারপর আবার মামাজির এন্ট্রি হয়। পরে সে তার বেডরুমের ভিডিও রেকর্ড করে এবং তার ফোনে দেখেছিল কিন্তু ভদ্রমহিলা সে সম্পর্কে জানতে পারেন। ট্রেলারের শেষে, আপনি দেখতে পাবেন তিনি তার ফোন থেকে ভিডিওটি মুছে ফেলেছেন। এরপর ওয়েব সিরিজে মুহূর্তে মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ দৃশ্য।

এই ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয় হচ্ছে অঙ্কিতা সিংয়ের জন্য। এর আগে এই অভিনেত্রীকে ভোগনাইয়া এবং ভাবী 123-এর মতো ওয়েব সিরিজে দেখা গেছে। তিনি সর্বদাই ওয়েব সিরিজের চরিত্রের খাতিরে নিজের শরীর লাইট ক্যামেরায় সঁপে দেন। এই মালাই পার্ট ২ আগামী ৩১ মার্চ রিলিজ করছে। এই নিয়ে তুমুল উত্তেজনা রয়েছে ওয়েব সিরিজপ্রেমীদের জন্য। এটি আপনি দেখতে চাইলে Ullu অ্যাপ ডাউনলোড করতে হবে।