Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা!

Updated :  Thursday, September 5, 2019 6:52 PM

বউবাজারের ঘটনার জেরে আরও একবছর সময় লাগবে ইস্ট অয়েস্ট মেট্রোর কাজ শেষ করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করেন। বৈঠক এর পরে তিনি জানান, ‘বউবাজারে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। এছাড়া জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ বাড়িগুলির চুরি রুখতে লাগানো হবে সিসিটিভি। দোকানের বদলে দোকান, বাড়ির বদলে বাড়ি করে দেবে মেট্রো। বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়ার টাকা মেটাবে তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। কোন পরিবারের কত ক্ষতি হয়েছে সেটা না দেখেই এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।