যতদিন এগোচ্ছে ততই যেন সুশান্তের মৃত্যুজট ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। বর্তমানে সুশান্তের কেস মাদকযোগে স্থান পেয়েছে। মুম্বাই পুলিশের হাত থেকে এই তদন্ত গেছে সিবিআই এর হাতে। এর পর এই তদন্ত গিয়ে কড়া নারে এনসিবি-র দপ্তরে। সুশান্ত কেসে রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পর ২৫ জন সেলিব্রিটির নাম রিয়া চক্রবর্তী এনসিবি-র হাতে দেয়। এরপরেই তদন্তের মোড় অন্যদিকে ঘুরতে শুরু করে।
সুশান্ত কেসে মাদককাণ্ডে নাম জড়ান সারা আলি খান সহ আরও চার জন। এবারে, মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল বলিউড অভিনেতা কিশোর অমান শেট্টিকে। এর পাশাপাশি ম্যাঙ্গালোর পুলিশ গ্রেফতার করেন আকিল নওশিল নামের আরও এক মাদক পাচারকারীকেও।
এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হবে এই দুই অভিযুক্তকে। ঠিক যেভাবে রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জেরা করা হয়েছিলো, সেই একইভাবে জেরা করা হবে কিশোর অমান শেট্টিকে এবং আকিল নওশিলকে। উল্লেখ্য, কিশোর অমান শেট্টিকে দেখা যায় বলিউডের সুপারহিট ছবি এবিসিডি-তে।
উল্লেখ্য, বলিউডের পর্দা ফাঁস করার জন্য কঙ্গনা একাই যথেষ্ট। ইতিমধ্যে বহু নাম কঙ্গনা প্রকাশ্যে এনেছেন। কঙ্গনাকে সাপোর্ট করে এগিয়ে এসেছেন, রবি কিষেণ, মুকেশ খান্না। তবে বলিউডের অধিকাংশ তাবড় তাবড় অভিনেতা পরিচালক একেবারেই চুপ। অভিনেত্রী জয়া বচ্চন সাংসদে বলিউডের ইমেজ ঠিক করতে চাইলে তাঁকেও মোক্ষম জবাব দিয়েছেন মুকেশ খান্না ও রবি কিষেণ। সুশান্তের ফ্যানেদের কাছে সব থেকে বড় প্রশ্ন কোথায় গেলেন বলিউডের জনপ্রিয় নেতারা? তবে কি সবাই ভয় পেয়েছে? ইতিমধ্যে, দিল্লির প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং শিরসা এনসিবি-র কাছে করণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।