Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেষ্টর কালীর গয়না প্রায় ৫৭০ ভরি, প্রতি বছর বেড়েছে সোনার পরিমাণ, তদন্তে সিবিআই

Updated :  Sunday, October 16, 2022 8:40 PM

কালীপুজো উপলক্ষে একেবারে রাজকীয় আয়োজন। আর তেমনি রাজকীয় সাজ প্রতিমার। গলার হার থেকে শুরু করে চুড়, আংটি, সবকিছু মিলিয়ে প্রায় কম করে হলেও কয়েক কোটি টাকার গয়না রয়েছে অনুব্রত মণ্ডলের বাড়িতে। প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে গয়নার পরিমাণ। আপাত হিসাব অনুসারে এই গয়নার পরিমাণ ৫৭০ ভরি।

বোলপুরে তৃণমূলের দলীয় দফতরে যে পুজো চলে আসছে এতদিন ধরে, সেই পুজোর প্রধান মুখ ছিলেন অনুব্রত মণ্ডল। প্রতিবছর কালি পুজোর জন্য প্রতিমার গয়না দিয়ে থাকেন তিনি। যদিও মা এবং স্ত্রীর মৃত্যু হওয়ায় এই গয়না পরানোর বিষয়টা ২ বছরের জন্য না থাকলেও, এমনিতে বাকি বছরগুলিতে তিনি থাকেন এই পুজোর অন্যতম অংশ। তবে, এবারে তিনি কিন্তু গরু পাচার কাণ্ডে ফেঁসে গিয়ে রয়েছেন জেলে। তবে কালীপুজো আসতে না আসতেই আবারো তার এলাকার কালীপুজোর সাজ নিয়ে শুরু হয়েছে চর্চা।

ঠিক কি কি গয়না পরে থাকেন কেষ্টর মা কালী? সূত্রের খবর, মুকুট, সীতাহার-সহ নানা রকমের হার, চেন, গলার চিক, টায়রা-টিকলি, চূড়, রতনচূড়, মান্তাসা, আংটি, চুড়ি, বালা, বাউটি, বাজুবন্ধ ইত্যাদি নানা ধরনের সোনার গয়না রয়েছে মা কালীর সংগ্রহে। সব মিলিয়ে সেই গয়নার পরিমাণ ৫৭০ ভরি, যা এই মুহূর্তে ভারতীয় মুদ্রায় দাম আনুমানিক ২ কোটি ৯৪ লাখ টাকা। কোথা থেকে এলো সেই গয়না, সেই বিষয় নিয়েও এবারে নজর দিয়েছে সিবিআই।