কঙ্গনার সঙ্গে অনুরাগ কাশ্যপের বাকযুদ্ধ একধাপ এগিয়ে গেছে। ইতিমধ্যে কঙ্গনাকে বিদ্রুপ করে অনুরাগ বলেছেন, “হ্যাঁ বোন একমাত্র তুই পারবি.. একমাত্র মনিকর্ণিকা। চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে তুমি চলে যাও এবং চিনের সঙ্গে লড়াই কর। দেখ আমাদের এলাকায় কতদূর ঢুকে পড়েছে ওরা। ওদের দেখিয়ে দাও যতক্ষণ তুমি আছো ততক্ষণ আমাদের চিন্তার কোনও কারণ নেই। যাও, আমাদের বাঘিনী। জয় হিন্দ।” এরপরে, কঙ্গনা জবাবে বলেন, ““আচ্ছা আমি সীমান্তে যাব, তাহলে তোমাকেও পরবর্তী অলিম্পিকে যোগ দিতে যেতে হবে। দেশের সোনার পদক চাই। এটা কোনও বি-গ্রেড ছবির চিত্রনাট্য নয়, যেখানে একজন শিল্পী যা ইচ্ছা তাই হয়ে যাবে। রূপককে খুব সিরিয়াসলি নিয়ে ফেলছ তুমি আজকাল। এত বোকা কবে থেকে হলে তুমি? আমরা যখন বন্ধু ছিলাম তখন তো তুমি বেশ চালাক ছিলে।”
এবারে এই অনুরাগ রবি কিষেণকেও বিদ্রুপ করে বলেন, “আমার মুক্কাবাজ ছবিতে অভিনয় করেছে রবি কিষাণ। রবি ওর দিন শুরু করে জয় শিব শঙ্কর, জয় বম ভোলে, জয় শিব শম্ভু বলে। ও এমন একজন মানুষ যে নিজেই উইড (এক ধরণের গাঁজা) সেবন করে। সবাই এটা জানে। গোটা দুনিয়া জানে। এখন অবশ্য ছেড়ে দিয়ে থাকতে পারে, এখন ও মন্ত্রী-হয়ত এক শুদ্ধ হয়ে গেছে।”
এখানেই থামেননি অনুরাগ, রবি কিষেণকে কটাক্ষ করে বলেন “তবে আপনি কি সেটাকে ড্রাগ সেবন বলবেন? না, আমি রবির বিচার করছি না, কারণ আমার কোনওদিনই মনে হয়নি উইডকে ড্রাগ (নিষিদ্ধ মাদক) বলা উচিত। ও নিজের কাজটা ভালোভাবে করে। ও উইড নেয় মানে ওর কাজে সেটা বাধা দেয় না, ওর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই, এটা ওকে কোনও দৈত্যে পরিণত করেনি।”
কাশ্যপের মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে রবি কিশান সংবাদমাধ্যমকে বলেছিলেন, “অনুরাগ কাশ্যপের কাছ থেকে আমি এ জাতীয় কথা প্রত্যাশা করি নি। আমি শিবের ভক্ত তাই কোনও গোপন বিষয় নয়, তাই আমি তাঁর নামটি উচ্চারণ করি। আমি আমার অতীত সম্পর্কে কাউকে কোনও ব্যাখ্যা দিতে চাই না। এটি (বলিউডের ড্রাগস) একটি গুরুতর বিষয় এবং আপনার (অনুরাগ কাশ্যপ) এর প্রতি শ্রদ্ধা জানানো একটি বিনীত অনুরোধ। পুরো দেশই এই বিষয়ে আগ্রহী, তাই আমি আপনার সহ সবাইকে অনুরোধ করবো যে কোনও বেআইনী মন্তব্য করার আগে ভাবার জন্য।” এমনকি জয়া বচ্চনের বক্তব্য প্রসঙ্গেও রবি কিষেণ বলেন, “আমি বলিনি ইন্ডাস্ট্রির সকলে মাদক সেবন করে। যখন জয়াজি এবং আমি এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে তখন পরিস্থিতি অনেক আলাদা ছিল।কিন্তু এখন এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে।” এর পাশাপাশি রবি কিষেণ এও জানান, “আমাকে ইন্ডাস্ট্রিতে কেউ মুখের সামনে থালা ধরে দেয়নি। আমি নিজের থালা নিজে তৈরি করে নিয়েছি জয়াজি।”