স্বামী বিরাটকে নিয়ে প্রধানমন্ত্রী মোদির গুরুর আশ্রমে পৌঁছলেন অনুষ্কা, পৌঁছে ধ্যান করলেন বিরাট
বিরাট অনুষ্কার সাথে এবার আশ্রমে গিয়েছেন বিরাট কোহলির মা সরোজ কোহলিও
ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড বিরাট কোহলির ফ্যান লাখ লাখ ভারতীয়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে অনেকেই বিরাট কোহলির কভার ড্রাইভের ফ্যান। তাঁর খেলার ধরণ এবং শক্তিশালী লড়াইয়ের জন্য তিনি সর্বদা খবরের শিরোনামে থাকেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মাঝে মাঝে লাইমলাইটে আসেন। স্ত্রী অনুষ্কার সাথে বর্তমান সময়ে বেশ কিছু ধর্মস্থানে ভ্রমণ করছেন বিরাট কোহলি। সম্প্রতি আবারও আধ্যাত্মিকতার আশ্রয় নিতে বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুর আশ্রমে।
আসলে বিরাট কোহলি তার মা সরোজ কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মার সাথে গত সোমবার ঋষিকেশ পৌঁছেছেন। সেখান থেকেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরু স্বামী দয়ানন্দ সরস্বতীর শীশমঝারিতে আশ্রম পরিদর্শন করেন। আজও ঋষিকেশে থাকছেন কোহলি পরিবার। আসলে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিরাট কোহলি ও তার স্ত্রী প্রতিনিয়ত মন্দির ও আশ্রম পরিদর্শন করছেন। শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে তারা বৃন্দাবন গিয়েছিলেন এবং তারপর তারা নৈনিতালের একটি মন্দিরে গিয়েছিলেন।
জানিয়ে রাখি, গতকাল সোমবার কোহলি পরিবারের তিনজন আশ্রমে পৌঁছে ব্রহ্মলীন দয়ানন্দ সমাধি দর্শন করেন। সেখানে নাকি বিরাট কোহলি ২০ মিনিট ধ্যান করেছিলেন। আশ্রম পরিদর্শনের পর বিরাট অনুষ্কা গঙ্গাঘাটে পৌঁছে সাধু পন্ডিতদের সাথে মা গঙ্গার আরতি করেন এবং আশীর্বাদ নেয়। সন্ধ্যায় গোটা পরিবারের সাথে আশ্রমের সাধারণ খাবার খান এই ভারতীয় ক্রিকেটার। জানা গেছে, বিরাট কোহলিদের পক্ষ থেকে ভান্ডারার আয়োজন করে প্রসাদ বিতরণ হবে আজ।