লাল টুকটুকে ড্রেসে প্রাণবন্ত অনুষ্কার স্পষ্ট বেবি বাম্প, ভাইরাল ছবি সোশ্যাল মিডিয়ায়

মরু শহরে যখন স্বামী একের পর এক দান দিচ্ছেন তখন একজন স্ত্রী হাসিমুখে তাঁর পাশে থাকবেই। সেই স্বাভাবিকতার বশেই একেবারে টুকটুকে লাল ড্রেসে হাজির অনুষ্কা শর্মা। মাতৃত্বের প্রতিটি মুহূর্তই উপভোগ…

Avatar

মরু শহরে যখন স্বামী একের পর এক দান দিচ্ছেন তখন একজন স্ত্রী হাসিমুখে তাঁর পাশে থাকবেই। সেই স্বাভাবিকতার বশেই একেবারে টুকটুকে লাল ড্রেসে হাজির অনুষ্কা শর্মা। মাতৃত্বের প্রতিটি মুহূর্তই উপভোগ করছেন তিনি। IPL এর মহা উৎসবে স্বামীর পাশে দাড়িয়ে মনোবল বাড়াচ্ছেন অনুষ্কা। লাল রঙের পোশাকে অত্যন্ত সুন্দরী লাগছিল অভিনেত্রীকে। ছবিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট । চলুন দেখে নিই পাপ্রাজিতদের ক্যামেরায় ক্যাপচার করা সুন্দরী, প্রাণবন্ত অনুষ্কার ছবি।

 

View this post on Instagram

 

@anushkasharma looked beautiful in red at RCB’s match today, didn’t she?❤️? . . #anushkasharma

A post shared by Instant Bollywood (@instantbollywood) on

এরাগেও বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেস রোমান্টিক ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিও ভাইরাল হয়েছিলো, এই লাল টুকটুকে ছবিও ভাইরাল হয়েছে দ্রুত গতিতে।