Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Virat-Anushka: রোদে ভেজা ছবি পোস্ট অনুষ্কার, স্ত্রীর লাস্যময়ী অবতারে ভালোবাসা জানালেন বিরাট

Updated :  Friday, November 26, 2021 2:01 AM

বিরুষ্কা! এদের প্রেমকাহিনী রুপকথার গল্পকেও হার মানাবে। বিরাট আর অনুষ্কা দুজনে নিজেদের কেরিয়ার তৈরীর পথে এক শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুট করতে গিয়ে প্রথম আলাপ। তারপর বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হন। এরপর পাঁচ বছর পরে চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে নভেম্বর মাসে ইতালিতে পরিবার আর আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পডেন। বিয়ের সাড়ে তিন বছরেও এদের প্রেম করেনি বরং দিন যত যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এখনো কাজের ফাঁকে নতুন প্রেমিক প্রেমিকার মতো রোম্যান্স করতে ভোলেনা৷

বিরুষ্কার কাপল গোল দেখার জন্য গোটা বিটাউন অপেক্ষা করে থাকে। বিয়ের ৩ বছরের মধ্যে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী৷ কাজের পাশাপাশি এখন মেয়েকে একসাথে মানুষ করছেন এই লাভ বার্ডস। মেয়েকে ভালোবেসে নাম দিয়েছেন ভামিকা। অন্যান স্টারকিডদের থেকে নিজের কন্যাকে একটু আলাদা করে মানুষ করতে চান অভিনেত্রী৷ আসল ব্যপার হল দুইজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল, অথচ সেই সাফল্যের চাকচিক্য কোনওদিন অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমকাহিনিতে।

তবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দুজনের প্রেম জমে ক্ষীর। দু-দিন আগেই  ইনস্টাগ্রামের দেওয়ালে এক মিষ্টি বিড়ালের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন কোহলি। আর সেই ছবির নীচে অনুষ্কা লিখেছিলেন,, ‘হ্যালো বিল্লি’। অনুষ্কার সেই কমেন্টের নীচে বিরাটের পালটা উত্তর, ‘লউন্ডা ফর্ম দিল্লি… মুম্বই কি বিল্লি’। তারকা দম্পতির এই মজাদার কথোপকথন সুপারভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকে এদের এই প্রেম দেখে ভালোবাসা জানিয়েছেন।

তার রেশ কাটতে না কাটতে শুক্রবার সক্কাল সক্কাল ফের জমে উঠল বিরুষ্কার প্রেম।এদিন নিজের ইন্সটাগ্রামে রোদে ভেজা ছবি পোস্ট করলেন ভামিকার মাম্মা। আর স্ত্রীর এই ছবি দেখে ধুকপুকানি বাড়ল বিরাটের মনে। এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে কালো পোশাকে লাস্যময়ী অবতারে নিজেকে তুলে ধরলেন অনুষ্কা। এদিন অভিনেত্রীর ছবির ব্যাকগ্রাউন্ডে জ্বলজ্বল করছে সূর্যি মাম্মা। রোদের আভায় আরও সুন্দরী লাগছে অনুষ্কাকে।

এদিন ছবির ক্যাপশেন ‘পরী’ তারকা লেখেন, ‘সূর্য জ্বলজ্বল করছে, মনোরম আবহাওয়া, তাই মন হলে আমিও একটু পোজ দিই… যাতে এই ছবিগুলো পোস্ট করতে পারি…. যা গানের লিরিকস আর মনে নেই’।  এরপরেই মন্তব্য বক্সে কমেন্ট আসে তিনটি লাল হৃদয়ের চিহ্ন। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Virat-Anushka: রোদে ভেজা ছবি পোস্ট অনুষ্কার, স্ত্রীর লাস্যময়ী অবতারে ভালোবাসা জানালেন বিরাট