ভারতীয় ক্রিকেট দলে এখন চলছে নতুন প্রজন্মের রমরমা। একের পর এক তরুণ ক্রিকেটার নিজেদের প্রতিভার দমে ভারতীয় ক্রিকেট টিমের সদস্য হয়ে উঠছেন। তরুন হলেও তাদের ফুর্তি এবং অসাধারণ খেলার টেকনিক মন জয় করেছে আপামর ভারতবাসীর। এই তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হলেন ঈশান কিশান। বর্তমানে ভারতীয় দলের এক অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হয়ে তিনি। অল্প সময় দেশের হয়ে খেললেও তাঁর ঝড়ো ব্যাটিং এর ফ্যান লাখ লাখ মানুষ।

বেশ কয়েক বছর ধরেই আইপিএলে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন ঈশান কিশান। তারপর গত বছর ভারতীয় ক্রিকেট দলে অভিষেকের সুযোগ পান তিনি। সেই সুযোগ একদমই হাতছাড়া করেননি তিনি। অভিষেক ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে আজকের এই প্রতিবেদন ঈশান কিশানকে নিয়ে নয়। অনেকেই জানেন ঈশান কিশানের এক সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে যার সৌন্দর্য্যের সামনে হার মেনে যাবে না অনেক বলিউড অভিনেত্রী।

আপনি কি জানেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিশানের মনের মানুষ কে? জানিয়ে রাখি, ভারতের সুন্দরী মডেল অদিতি হুন্ডিয়া ঈশান কিশানের বান্ধবী। ফ্যাশন জগতে অদিতি হুন্ডিয়া এক অন্যতম পরিচিত মুখ। একাধিক মডেল শোতে পুরস্কার জিতেছেন তিনি। যেমন কিছুদিন আগেই পোল্যান্ডে অনুষ্ঠিত মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এছাড়া অদিতি ২০১৬ সালে এলিট মিস রাজস্থানে রানার্সআপ হয়েছিলেন। এরপর ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ফাইনাললিস্ট হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি।

এই অদিতি হুন্ডিয়া সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। মাঝে মাঝে তিনি বিভিন্ন ফটোশুটের ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন। তার ছবি পোস্ট হলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আসলে অদিতির সৌন্দর্যে স্পিনে ক্লিন বোল্ড হন লাখ লাখ যুবক। এমনকি অদিতির সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যান প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। জানিয়ে রাখা ভাল, ঈশান এবং অদিতি যে একে অপরের সাথে ডেট করছেন তা নিয়ে কখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি তাঁরা।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside