Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aparajita Apu: হাসপাতালে ভর্তি ‘অপু’ পড়ে গিয়ে হাতে চোট পেলেন সুস্মিতা

Updated :  Tuesday, November 23, 2021 1:42 AM

রাত ৮ঃ৩০ বাজতেই মিঠাই শেষ অপরাজিতা অপু সম্প্রচার শুরু হয়। আর এই ধারাবাহিকে মিষ্টি অপুকে তো সবাই ভালোবেসে ফেলেছে খুব তাড়াতাড়ি। অপু যেমন মিষ্টি তেমনি ডানপিটে স্বভাবের। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেমন ভয় পায়না তেমনই সংসারে কোনো বিপদ এলে গোয়েন্দা হতে বেশি সময় নেয়না। আবার শ্বাশুড়ির সাথে যতই কথা কাটাকাটি হোক অসুস্থ হলে রাত জেগে শ্বাশুড়ি মায়ের যত্ন নিতে জানে মিসেস অপু। আবার জামাইবাবুকে শায়েস্তা ও করে এই অপু। প্রথম থেকে এই ধারাবাহিক টিআরপিতে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে।

দিন কয়েক আগেই ধারাবাহিকে দেখানো হয়েছিল চোট পেয়েছিলেন অপু তবে এবার সেই ঘটনা বাস্তবে ঘটলো। এই ঘটনা ঘটবে সুস্মিতা হয়তো জানতোনা! হ্যাঁ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে সকলের প্রিয় অপু ওরফে সুস্মিতা দে। কিন্তু কেন? রবিবার বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন অভিনেত্রী। এরপরে সেদিন ভর্তি হন শহরের এক বেসরকারি হাসপাতালে। আর সোমবার সন্ধ্যায় নিজেই এই খবর ইনস্টাগ্রামে সকল অনুরাগীদের সাথে ভাগ করে নেন অভিনেত্রী। 

Aparajita Apu: হাসপাতালে ভর্তি ‘অপু’ পড়ে গিয়ে হাতে চোট পেলেন সুস্মিতা

হাসপাতাল থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবিও দিয়েছেন অপু। সেখানে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। মুখে হাসি নেই রয়েচোখ-মুখ পুরো ফ্যাকাসে। অভিনেত্রীর এমন বেহাল দশা দেখে উদ্বিগ্ন অনুগামীরা। সকলেই প্রিয় অপুর দ্রুত সুস্থতা কামনা করছেন, অপর এক বুমেরাং ভিডিয়োতে দেখা গেল সুস্মিতার হাতে চ্যানেল করা। তবে আগের থেকে অনেকটাই ভালো রয়েছে অভিনেত্রী। হাসপাতালের বিছানা থেকেই জানিয়েছেন, ‘আমার শ্যুটের সময়েই কেন জানি না মনে হত, বাস্তবেও এমন কিছু হবে না তো! সেই ভয়টাই সত্যি হল।’

তবে স্বস্তির খবর একটাই এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন অভিনেত্রী সুস্মিতা। কদিন তাঁকে ছাড়াই চলবে ধারাবাহিকের শ্যুটিং। তবে শ্যুটিং এর জন্য খুব বেশিদিন কাজ থেকে ছুটি নিতে পারবেন না অভিনেত্রী। মেগা ধারাবাহিকের নায়িকা হওয়ার বেশ একটা কমিটমেন্ট আছে! সব কিছু ঠিক থাকলে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে সুস্মিতাকে। তারপর একদিনের বিশ্রাম নিয়েই হয়ত কাজে যোগ দেবেন ‘অপু’ সুস্মিতা।