নিউজপলিটিক্সরাজ্য

ম্যাডাম CM! দয়া করে রাজনীতির রঙ না দেখে ন্যয়বিচারের ব্যবস্থা করুন : অপর্ণা সেন

Advertisement

দেশের বিভিন্ন প্রান্তে কোথাও কিছু ঘটলেই কলকাতার রাস্তায় প্রতিবাদে পথ হাঁটেন তাঁরা। কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে সপরিবার এক আরএসএস কর্মীকে নৃশংস হত্যার পরও চুপ ছিলেন। যা নিয়ে তীব্র কটাক্ষ করে বিজেপি শিবির। এবার সেই বুদ্ধিজীবীদের মধ্য থেকে অপর্ণা সেন ঘটনার নিন্দা করে মুখ খুললেন। একই সাথে নজিরবিহীন আক্রমণ করলেন রাজ্যের মূখ্যমন্ত্রীকে।

জিয়াগঞ্জে আরএসএস কর্মী এক প্রাথমিক শিক্ষক, তাঁর অন্তসত্ত্বা স্ত্রী ও ৮ বছরের শিশু পুত্রের খুনের ঘটনায় মূখ্যমন্ত্রীকে আক্রমণ করে এদিন সকালে এক ট্যুইট বার্তায় অপর্ণা সেন বলেন, ‘পশ্চিমবঙ্গে এক আরএসএস কর্মীকে তাঁর গভর্বতী স্ত্রী ও সন্তান সহ খুন করা হয়েছে। এই নৃশংস ঘটনার কারণ যাই হোক না কেন, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। ম্যাডাম সিএম! দয়া করে রাজনীতির রঙ না দেখে ন্যয়বিচারের ব্যবস্থা করুন। পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের দায় আপনার। আপনি সবার মূখ্যমন্ত্রী।’

এই আরএসএস কর্মীর হত্যাকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির রাজ্য নেতারা।

Related Articles

Back to top button