Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খুরানা পরিবারে খুশির খবর, মেয়ের বাবা হলেন অভিনেতা অপারশক্তি

Updated :  Saturday, August 28, 2021 11:09 AM

করোনা আবহে ফের খুশির খবর। খুরানা পরিবারে এল ছোট্ট পরী। কন্যা সন্তানের বাবা মা হলেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা ও আকৃতি খুরানা। আর জ্যেঠু জ্যেঠিমা হলেন আয়ুষ্মান খুরানা আর তাহিরা কাশ্যপ। খুরানা পরিবারে এই নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুণছিলেন গোটা পরিবার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর সকলের সাথে ভাগ করে নিলেন অপরাশক্তি। অনুগামীদের জানালেন দুই থেকে তিন হলেন অপারশক্তি এবং আকৃতি।

ইতিমধ্যে মেয়ের নাম ও ঠিক করে ফেলেছেন অভিনেতা। নবজাতকের নাম রেখেছেন আজোই এ খুরানা। মা ও মেয়ে এখন দুজনেই সুস্থ আর ভালো আছেন। ২০১৪ সালে একে অপরকে ভালোবেসে গাঁটছড়া বাঁধেন অপারশক্তি ও আকৃতি। বিয়ের ৬ বছরের মাথায় প্রথম সন্তানের বাবা মা হলেন অভিনেত্রী। এর আগে সোশ্যাল মিডিয়াতে সন্তান আগমনের খবর জানিয়ে নানান ছবি পোস্ট করেছিলেন অপারশক্তি।

শেয়ার কর ছবিতে দেখা গিয়েছিল, স্ত্রী আকৃতির বেবি বাম্পে চুমু খেতে দেখা গেছে অভিনেতাকে। ছবি শেয়ার করার পাশাপাশি ইনস্টাগ্রামে ক্যাপশনে মজার ছলে তিনি লেখেন, ‘লকডাউনে তো কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি, তাই ভাবলাম পরিবারটাকেই একটু বড় করা যাক’। এই একই ছবি আকৃতি আহুজাও নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে শেয়ার করেছিলেন।

ভাইয়ের মেয়ের হওয়ার খবর শুনে জ্যেঠু হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত দাদা আয়ুষ্মানও। ভাইয়ের ইনস্টাগ্রাম পোস্ট নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, পরিবারে নতুন সদস্য। এক অসাধারণ অনুভূতি। অন্যদিকে তাহিরাও নিজের ইন্সটাগ্রাম পোস্টে ছোট্ট পরীকে অনেক ভালোবাসা জানিয়েছেন। তাঁদের সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা।

খুরানা পরিবারে খুশির খবর, মেয়ের বাবা হলেন অভিনেতা অপারশক্তি

উল্লেখ্য,অপারশক্তিকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল রেমো ডিসুজার ডান্স ড্রামা ‘স্ট্রিট ড্যান্সার থ্রি ডি’তে। এছাড়া তিনি দঙ্গল, বদ্রীনাথ কি দুলহানিয়া, স্ত্রী, লুকা ছুপি, পতি পত্নী ওর ওয়োতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।