Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুখবর! মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ!

Updated :  Thursday, August 29, 2019 9:19 AM

শিক্ষক নিয়োগ নিয়ে আরও একধাপ এগোল মমতা ব্যানার্জির সরকার। ফের চতুর্থ পর্যায়ের কাউন্সিলিং করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এছাড়া বাড়ছে শূন্যপদ। সবকিছু ঠিকমতো চললে পরের মাসেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের এই কাউন্সিলিং শুরু হবে। এমনটাই জানিয়েছে, এসএসসি এর চেয়ারম্যান সৌমিত্র সরকার। তিনি একথাও বলেছেন, ‘গত বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত চলেছে প্রধান শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং। জানানো হয়েছে এখনও কিছু পদ ফাঁকা রয়েছে। তার জন্য করতে হবে আবার তৃতীয় দফার কাউন্সিলিং।’ সূত্রের খবর, মাধ্যমিক স্তরে ১৫১১ টি এবং উচ্চমাধ্যমিক স্তরে ৮০২ টি শূন্যপদ বাড়াতে চলেছে কমিশন। এছাড়াও ওয়েটিং লিস্টে থাকা পর্থিদেরও নিয়োগ করা হবে বলে সূত্রের খবর।