কেরিয়ার

আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ে চলছে বিশাল শিক্ষক নিয়োগ, কত তারিখ অব্দি করতে পারবেন আবেদন?

আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয় শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং ১০ জানুয়ারি পর্যন্ত আপনি করতে পারছেন আবেদন

Advertisement

আর্মি পাবলিক স্কুলে একাধিক বিষয়ে হচ্ছে ব্যাপক শিক্ষক নিয়োগ। এই স্কুলে একাধিক ভিন্ন ভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলায় প্রার্থীরা এই পদে করতে পারবেন আবেদন। আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ তবে এর জন্য কিছু শর্ত আছে এবং চাকরি পেতে গেলে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই চাকরির ব্যাপারে সমস্ত কিছু।

আপনাদের জানিয়ে রাখি পোস্ট গ্রাজুয়েট টিচার/ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার/ প্রাইমারি টিচার পদে এই মুহূর্তে চলছে নিয়োগ। ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, শরীরবিদ্যা অ্যাকাউন্টান্সি, রাষ্ট্রবিজ্ঞান এবং সংগীতের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এর জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে এবং এর সঙ্গে B.ed, D.E.Ed, MA অথবা PG করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। এছাড়াও স্পেশাল এডুকেটের এবং কাউন্সিলর পদে করা হচ্ছে নিয়োগ।

আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র আপনাকে Principal, Army Public School Ahmednagar, C/o Ac Center and school, Ahmednagar – 414002 ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা জমা করতে হবে এবং ২০২৩ সালের ১০ জানুয়ারি পর্যন্ত আপনি এই আবেদন করতে পারবেন।

Related Articles

Back to top button