Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সরকারের অনুমতি পেলে, পাক-অধিকৃত কাশ্মীর অভিযানের জন্য প্রস্তুত সেনাবাহিনী : এম এম নারভান

Updated :  Friday, January 3, 2020 12:32 PM

সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে বলেছেন, সরকার আদেশ দিলে ভারতীয় বাহিনী পাক-অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে প্রস্তুত। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেনারেল নারভানে বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনী Pok তে অভিযান পরিচালনার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং যে কোনও অভিযান চালানোর জন্য বাহিনী সর্বদা প্রস্তুত।’

সেনাপ্রধান বলেন, জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনাকর্মী মোতায়েন করা আছে, এবং যদি পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে বলা হয় তো সেই ভাবে কাজ করা হবে। সেনাবাহিনী প্রধান Pok তে বড় আকারের অভিযানের সম্ভাবনা যে আছে একথা বলতে দ্বিধা করেননি।

আরও পড়ুন : দেশের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে

এর আগে, মঙ্গলবার ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের থেকে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরে জেনারেল নারভানে বলেছিলেন, এলওসি পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ধ্বংস করার অধিকার ভারতের আছে। সেনাবাহিনী প্রধান বলেছেন, পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদী মোকাবিলায় ভারত দৃঢ়তার পরিচয় দেবে।

নতুন ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্যে পাকিস্তান তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে এই মন্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বলেছে, ‘আমরা নতুন ভারতীয় সেনাপ্রধানের এলওসি জুড়ে সম্পর্কিত দায়িত্বহীন বক্তব্যকে প্রত্যাখ্যান করি। Pok এর অভ্যন্তরে ভারতের যে কোনও আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে।’