আজ, বুধবার সকালে রিপাবলিকান টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে তার মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করল আলিবাগ থানার পুলিশ। তাকে ৫৩ বছরের ইন্টেরিয়ার ডিজাইনারের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের সময় অর্ণবের সাথে ধস্তাধস্তি হয় মুম্বাই পুলিশের। সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। এমনকি সেই ভিডিওতে অর্নবের স্ত্রী,ছেলে, শশুর এবং শাশুড়ির সাথে পুলিশকে খারাপ আচরন করতে দেখা যাচ্ছে।
এই ভাইরাল ভিডিওর তীব্র নিন্দা করেছেন প্রকাশ জাভড়েকর ও স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রীরা।
২০১৮ সালে ইন্টিরিয়ার ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় দোষী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে অর্ণবকে। পুলিশের অভিযোগ অর্ণব তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ৫৩ বছরের অন্বয় নায়েক ও তার মা কুমুদ নায়েক ২ বছর আগে আলিবাগে আত্মহত্যা করেছিল। তারা তাদের সুইসাইড নোটে লিখে গিয়েছিল যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও আরো অন্যান্য দুজনের কাছ থেকে তিনি প্রায় ৫.৪ কোটি টাকা পান। এত পরিমান টাকা না পাওয়ায় তিনি প্রবল আর্থিক সংকটে পড়েছিলেন। প্রসঙ্গত, অন্বয় কনকর্ড ডিজাইনার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। রিপাবলিক টিভির হয়ে কাজ করতো তার কোম্পানি।
২ বছর আগে অন্বয়ের আত্মহত্যা করার পর পুলিশ আত্মহত্যার প্ররোচনার মামলা করেছিল। কিন্তু ২০১৯ সালে সেই মামলা বন্ধ করে দেয় রায়গড় পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর সম্প্রতি তার স্ত্রী স্বামীর মৃত্যুর মামলাটি আবার আদালতে তোলে। আর সেই ভিত্তিতেই আজকে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে আলিবাগ থানার পুলিশ।