বছরের শুরুতেই করোনা আবহের জন্য আবারো ব্যহত হচ্ছে জনজীবন। এর পাশাপাশি এখনকার মতো স্থগিত হয়েছে ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছরের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্লাসিক ও সত্যজিৎ রায়ের কাল্ট সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’কে। তবে চলচ্চিত্র উৎসব স্থগিত হয়ে যাওয়ায় এই ছবি দেখা হলো না দর্শকদের। তবে জানা গেছে, সুমন মৈত্রর হাত ধরে আবারো বড়পর্দায় ফিরছেন ‘অরণ্যের দিনরাত্রি’। ছবিতে দেখা মিলবে টলিউডের একাধিক চেনা তারকার।
পরিচালক সুমন মৈত্র পরিচালিত সেই ছবির নাম হতে চলেছে, ‘আবার অরণ্যের দিনরাত্রি’। পরিচালক জানিয়েছেন ছবিটি তৈরি হবে চার বন্ধুর গল্প নিয়ে। তারা তৈরি করে ট্রাভেল ব্লগ। আর সেই ব্লগ তৈরি করতে গিয়েই একবার অরণ্যে ঘুরতে যায় এই চার বন্ধু। সেখানেই ঘটে যাওয়া নানা ঘটনা। সেখান থেকে গল্পের মোড় কোন দিকে ঘুরবে তা অপ্রকাশিত রেখেছেন পরিচালক। উল্লেখ্য, এই ছবিতে পায়েল সরকার, অলিভিয়া সরকার, রুপসা মুখোপাধ্যায় ছাড়াও দেখা মিলবে একাধিক তারকার।
সুমন মৈত্র পরিচালিত এই ছবির শুটিং হতে চলেছে উত্তরবঙ্গে। পরিচালকের কথায়, অরণ্যের দিনরাত্রির ওঠাপড়া বোঝাতে উত্তরবঙ্গ ছাড়া ভালো জায়গা আর হতেই পারে না। এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকবে ইন্দো অ্যামেরিকান প্রোডাকশন ও চিরোক ফিল্মস। পরিচালক সুমন মৈত্র জানিয়েছেন, ছবির প্রধান চার চরিত্রকে একেবারে অন্যভাবে দেখা যাবে ছবিতে। সুনীল গঙ্গোপাধ্যায় ও সত্যজিৎ রায়ের সৃষ্টিকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই ছবি। এই ছবি দর্শকদের উপর কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার। উল্লেখ্য, পরিচালকের আগের ছবি ‘দশমী’তে মুখ্য অভিনেত্রী হিসেবে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে।