Today Trending Newsনিউজরাজ্য

মিছিল ঘিরে ব্যাপক ধুন্ধুমার, আটক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়

Advertisement

এদিন দুপুর বেলা টালিগঞ্জ ফাঁড়ির কাছে মিছিল শুরু হলে বাঁধে ধুন্ধুমার। অভিযোগ কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ বাঁধা দিতে চেষ্টা করে। এরপর পুলিশের সাথে বিজপি কর্মীদের চলে ধস্তাধস্তি। যার ফলে ওই এলাকায় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। ব্যাপক ধস্তাধস্তির পর পুলিশ আটক করে নেতা-নেতৃদের, যার মধ্যে রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ আরও বিজেপি কর্মীদের।

পুলিশ সূত্রে খবর, এই মিছিল করার আগে কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। অপরদিকে বিজেপির দাবি, পুলিশ সব মিলিয়ে মোট ৪৫০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে দিলিপ ঘোষের অভিনন্দন যাত্রা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এক তরুণী হাতে প্ল্যাকার্ড নিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আওয়াজ তোলেন। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে ওই তরুনীর হাত থেকে প্ল্যাকার্ড কেঁড়ে নেওয়া হয়।


আরও পড়ুন : আগামীকাল দিল্লির বিধানসভা নির্বাচন, পিছোল শাহিনবাগ মামলার শুনানি

দিলিপ ঘোষ এরপর এক বিতর্কীত মন্তব্য করেন। তিনি বলেন, “ওই মেয়েটির চোদ্দ পুরুষের ভাগ্য ভালো শুধুমাত্র পোস্টার কেঁড়ে নেওয়া হয়েছে।” এরপরই দিলিপ ঘোষের এই মন্তব্য ঘিয়ে শুরু হয় বিতর্ক। আবার এদিন শুক্রবার অশান্তির সৃষ্টি হয় বিজেপি মিছিলে।

Related Articles

Back to top button