কলকাতা: এখনও দেবীপক্ষের সূচনা হয়নি। দেবীপক্ষের সূচনা হওয়ার আগেই দুর্গা পুজোকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট করায় চার অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছে শুভ্র দে নামে এক যুবক, যিনি কলকাতা পুরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হয়ে যায়। তাতে দুর্গা পুজো নিয়ে কিছু বিধি-নিষেধের কথা বলা হয়। বলা হয় দুর্গা পুজোর দিন কারফিউ হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাইরাল হওয়া ভিডিওটি দেখা মাত্রই আদেশ দেন যারা এই কাজ করেছে, তাদেরকে অবিলম্বে যেন গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ নড়েচড়ে বসে।
দুর্গা পুজো নিয়ে পুরো পোস্টটি হওয়ার পরেই শুরু হয়ে যায় বিজেপি-তৃণমূল তরজা। দুই নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন যে, কাঠগোলা বাসিন্দা শুভ্র দে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই ভুয়ো পোস্টটি করেছে। এই দাবিতে আজ লকডাউনের দিন কলকাতা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্র দের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় নেতৃত্ব। এই ঘটনায় বচসা বেঁধে যায় দুপক্ষের মধ্যে।