পাণ্ডবেশ্বর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার তিন, ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা

পাণ্ডবেশ্বর: দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তারা। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায়  ডালুরবান্ধের…

Avatar

পাণ্ডবেশ্বর: দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তারা।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায়  ডালুরবান্ধের বাসিন্দা ওই কিশোরী বাড়ির বাইরে বেরিয়েছিল। তখন ৩-৪জন দুষ্কতী ওই নাবালিকাকে পরিত্যক্ত জায়গায় ধরে নিয়ে আসে। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ওই নাবালিকার চিৎকারে আশেপাশে এলাকা থেকে সকলে ছুটে আসে। সেখানেই হাতেনাতে ৩অভিযুক্তকে ধরা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করা হয়।

গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দার। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলে। জানা গিয়েছে ওই কিশোরীর কিছু একটা কিনতে বাড়ির বাইরে গিয়েছিল। সেই সময়ে তার উপর অত্যাচার চালানো হয়। স্থানীয়দের দাবি, তারা শনিবার রাতে আচমকা এক নাবালিকার চিৎকার শুনতে পায়। শীতের রাতে ওই এলাকাটিতে তেমন কেউ যেতেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা নাবালিকার উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। এলাকাবাসীরা আসতেই তখন ৩ জনকে ধরে ফেলে। ওই নাবালিকা উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে যথেস্ট আতঙ্কে রয়েছে সে।

ধৃতদের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি। প্রত্যককে এদিন দুর্গাপুর আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার পরেই সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আগে এই এলাকায় এমন কোনও ঘটনা ঘটেছে কিনা, মনে করতে পারছে না কেউই। উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের পর থেকে মহিলাদের উপর অত্যাচারের ইস্যুতে সরব গোটা সমাজ। কিন্তু তার পরেই রাশ টানা যাচ্ছে না ধর্ষণ-গণধর্ষণের মতো ঘটনাগুলি। গতকালই হরিয়ানার যমুনা নগরে এক নেপালি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, ৪ অজ্ঞাত পরিচয় যুবক বাড়িতে ঢুকে ওই বধূর উপর অত্যাচার চালায়। ঘটনার সময়ে মহিলার স্বামীকে বেধে রেখেছিল অভিযুক্তরা।