বেঙ্গালুরু : সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকে সারাদেশেই চলছে একের পর এক বিক্ষোভ প্রদর্শন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ পড়তে সময়ই লাগেনি পশ্চিমবঙ্গ সহ দেশের উত্তর অংশে। গত কয়েকদিন টানা বিক্ষোভ, অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এবার বিক্ষোভ শুরু হলো দক্ষিণ ভারতেও। সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন। এর মধ্যে বাদ যায়নি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুও।
ইতিমধ্যেই বেঙ্গালুরুতে একাধিক বিক্ষোভ প্রদর্শন হয়েছে। তাই প্রশাসন সেখানে আগেভাগেই সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ২১ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত বেঙ্গালুরু শহরে জারি থাকবে ১৪৪ ধারা। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বেঙ্গালুরুতেও ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে, ইতিমধ্যেই কয়েকটি ছাত্র সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে। তাই আগাম সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে শহরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন : যোগীর রাজ্যে জারি হল ১৪৪ ধারা, বিক্ষোভ সমাবেশ-মিছিল-জমায়েত নিষিদ্ধ
দিল্লিতে ছাত্রছাত্রীদের উপর পুলিশি অভিযান, সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দিয়েছিল বেশ কয়েকটি সংগঠন। সেখানে কংগ্রেস, সিপিএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনও ছিল। কিন্তু ১৪৪ ধারা জারি করে সেসবের উপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছে প্রশাসনের তরফে। পুলিশ কমিশনার জানাচ্ছেন, দেশের অন্যান্য অংশের মতো বিক্ষোভ যাতে সহিংস পথ না যায়, তাই বিক্ষোভের আগে থেকেই তা দমানোর চেষ্টা করা হচ্ছে। বেঙ্গালুরু শহরে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় তার জন্যে কোনো ধরণের বিক্ষোভ প্রদর্শন বা জমায়েতের অনুমটি দেওয়া হচ্ছেনা বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার।