‘তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে’ কন্যাদায়গ্রস্ত পিতা কন্যার বয়স হয় না হতে হতেই তারা পাত্রস্থ করতে চান, কিন্তু ছোট বয়সের কন্যাদের পাত্রস্থ করা অপরাধ। বয়স পরিণত না হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার ফলে বেড়েছে কন্যাদের উপরে অত্যাচার।
বাল্যবিবাহ বন্ধ করার জন্য আসাম সরকার এক নতুন উদ্যোগ নিতে চলেছে। কোন কন্যার বিবাহ হলে সরকার থেকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এই অভিনব চিন্তাভাবনা গ্রহণ করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। এর জন্য ব্যয় করা হবে ৮০০ কোটি টাকা।
২০২০ সালের পয়লা জানুয়ারি থেকেই প্রকল্পটির শুরু করা হবে। বিয়ের দিন ৩০,০০০ টাকা তুলে দেওয়া হবে কনের হাতে। তা শুধু কনের সোনা কেনার জন্য।