Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aryan Khan: বন্দীদশায় বাবা-মা’র সঙ্গে মাত্র ১০ মিনিট ভিডিয়ো কলে কথা, বাবা মাকে দেখে কেঁদে ফেলল আরিয়ান

Updated :  Friday, October 15, 2021 10:00 AM

গত কয়েক সপ্তাহ ধরে বলিউডের বিনোদন জগৎ উত্তাল। মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান । বারংবার জামিনের আবেদন খারিজ হচ্ছে তাঁর। সারা জীবন বিলাস করে মান্নতে থাকার পর জেলবন্দি হয়ে অবস্থা খারাপ আরিয়ানের।কয়েদি নম্বর ৯৫৬। মুম্বইয়ের হাইপ্রোফাইল আর্থার রোড জেলে এখন এটাই পরিচয় শাহরুখ খান পুত্রের। ইতিমধ্যেই জেলের মূল ব্যারাকে স্থানান্তরিত করা হয়েছে মাদককাণ্ডে অভিযুক্ত আরিয়ান খানকে।

বৃহস্পতিবারই আর্থার রোড জেলের সুপারিন্টেডেন্ট নীতিন ওয়েচাল জানিয়েছেন, শাহরুখ-গৌরীর তরফে গত ১১ অক্টোবর ৪,৫০০ টাকার মানি অর্ডার পেয়েছেন আরিয়ান। জেলে থাকাকালীন পরিবারের তরফে সর্বোচ্চ এই টাকাই প্রতি মাসে পেতে পারেন কোনও অভিযুক্ত বা আসামি। জেলের ভিতরের হাত খরচের জন্য মিলবে এই টাকা। এই টাকায় জেলের কয়দীরা ক্যান্টিন থেকে নিজেদের প্রয়োজনীয় শুকনো খাবার যেমন কেক, বিস্কুট ইত্যাদি কিনতে পারবে আরিয়ান।

বিশেষ এনডিপিএস আদালত গত বৃহস্পতিবার সংরক্ষিত রেখেছে আরিয়ান খানের জামিনের আবেদনের রায়। ইতিমধ্যে এনসিবির তরফে শাহরুখ পুত্রের জামিনের বিরোধিতা করে একাধিক তত্ত্ব পেশ করা হয়েছে আদালতে। ম্যারাথন সওয়াল-জবাব পর্ব শেষে নিজের রায় সংরক্ষিত রেখেছেন বিচারক ভিভি পাটিল। এখন দশেরাতে ছুটির পর আগামী বুধবার খুলবে কোর্ট।৷ আর এই দিনই সেইদিন আরিয়ান-সহ আরবাজ ও মুনমুন ধমেচার জামিনের আবেদনের রায় ঘোষণা করবে সেশন কোর্ট। দশেরাতে এবং তার পরেও আর্থার রোড জেলের ‘কয়েদি নম্বর ৯৫৬’ হিসাবেই কাটবে আরিয়ানের জীবন।

গ্রেফতারির পর কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর সম্প্রতি অন‍্যান‍্য কয়েদিদের সঙ্গে থাকতে হচ্ছে বাদশা পুত্র আরিয়ানকে। করোনাকালে এখন কারোরই পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি নেই। তাই মাসে দু তিনবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন জেলবন্দিরা। সেই নিয়মমতোই শুক্রবার অর্থাৎ আজ ভিডিও কলে বড় ছেলের সঙ্গে কথা হল শাহরুখ-গৌরীর।
মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল আরিয়ানকে কথা বলার জন্য। জেলের এক সিনিয়র আধিকারিক সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, আরিয়ান নিজের মা গৌরি খানের নম্বর দিয়েছিলে। সেই নম্বরেই মাত্র দশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন তিনি বাবা মায়ের সঙ্গে। ওই টুকু সময়ে কথা বলতে বলতে নাকি কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের কান্না দেখে তাঁরাও কষ্ট পাচ্ছেন।

Aryan Khan: বন্দীদশায় বাবা-মা'র সঙ্গে মাত্র ১০ মিনিট ভিডিয়ো কলে কথা, বাবা মাকে দেখে কেঁদে ফেলল আরিয়ান

শোনা যাচ্ছে, গৌরিও নাকি ঠাকুরের কাছে মানত করেছেন যতদিন না ছেলে জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরত আসছে ততদিন তিনি কোনো মিষ্টি মুখে খাবেন না। এই নবরাত্রিতেও কোনো মিষ্টি খাননি গৌরি। গত সপ্তাহে জন্মদিন ছিল তাঁর আর সেদিন জামিনের মামলা ছিল। কিন্তু সেদিন ও আবেদন খারিজ হয়ে যায় আরিয়ানের। এই প্রথম নিজের মায়ের জন্মদিনে পাশে ছিলেননা তিনি। এই দিন কোনো রকম জন্মদিন সেলিব্রেশন করেননি শাহরুখ গৌরি। এমনকি শাহরুখ ও সব কাজ বন্ধ রেখেছেন।