এদিন দিল্লিতে কেজরিওয়ালের তৃতীয় বার মন্ত্রীত্ব পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি আজ নিজের লোকসভা কেন্দ্র বারানসীতে ছিলেন। সেখানে যে জনসভা হয়েছিল সেখানে তিনি আরও একবার স্পষ্ট করে দেন যে, দেশে নয়া নাগরিকত্ব আইন লাগু হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
যতই দেশে ক্ষোভ বিক্ষোভ চলুক, দেশে নাগরিকত্ব আইন কার্যকর হবেই তা আরও একবার এদিন স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। দিল্লিতে গত ৮ ফেব্রুয়ারি ছিল ভোট গ্রহন ও ১১ ফেব্রুয়ারি ছিল ভোট গণনা। ৭০ আসনের এই বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির।
আরও পড়ুন : অযোধ্যার রামমন্দির নিয়ে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর
সিএএ এবং এনআরসি যে এই পরাজয়ের অন্যতম কারন তা আর আলাদা করে বলে দিতে হয় না। কিন্তু এদিন বারানসীর জনসভায় মোদী আরও একবার স্পষ্ট করে বলেন, “বহু বছর ধরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএ-এর মতো আইন চালুর অপেক্ষায় ছিল দেশ। দেশের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমরা অটল থাকব। কোনও চাপের মুখেই তা থেকে পিছিয়ে আসব না।’’ ফলত কেন্দ্র সরকার তাদের মনোভাবে অটল তা এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside