Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রথমে অমিত কুমার, এবার ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আশা ভোঁসলে

Updated :  Thursday, May 13, 2021 1:49 PM

বর্তমানে বেশ কয়েকদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্ডিয়ান আইডল ১২। এই রিয়েলিটি শো এর একটি এপিসোডে প্রতিযোগীদের বলা হয়েছিল যেন তারা কিশোর কুমারের গান পরিবেশন করেন। কিশোর কুমার স্পেশাল ওই এপিসোডে হিমেশ রেশমিয়া এবং নেহা কক্কর কিশোর কুমারের গান গেয়েছিলেন। কিন্তু এই শো শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

প্রথমে ইন্ডিয়ান আইডলের বিরুদ্ধে মন্তব্য করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে দেন তাঁর পুত্র অমিত কুমার। অমিত কুমার বলেন, আমি যে পরিমাণ টাকা চেয়েছিলাম চ্যানেল কর্তৃপক্ষ আমাকে দিয়েছিল এবং আমাকে অনুরোধ করেছিল যেন অনুষ্ঠানে সকলের গানের প্রশংসা করা হয়। কিশোর কুমার এর মত করে কেউ গান গাইতে পারবেন না। এরা শুধু কিশোরের রূপ তেরা মস্তানা জানে, আর কিছুই জানেনা। শুধু অমিত নিজে না নেটাগরিকরাও এই অনুষ্ঠানের কড়া নিন্দা করেন। অভিযোগ ওঠে হিমেশ এবং নেহা নাকি নিজেরাও কিশোর কুমারের গান ঠিক করে গাইতে পারেননি।

এবারে অমিত কুমারের সঙ্গে এক তালিকায় নাম লেখালেন জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। আশা বললেন, “এদের কাছে নতুন গান নেই। এরা পুরনো গানের ওপরে এখনো নির্ভর করে আছে। আমাদের গাওয়া গান নতুন করে গাইছেন এরা। ভালো লাগছে, কিন্তু পুরনো আমলের স্বর্ণ যুগের যে সব গান এটা ভেঙে চুরে নিজেদের মতো করে নেচে গেয়ে পরিবেশন করছেন। নতুন প্রজন্মের শিল্পীরা এটা মেনে নিয়েছেন।”

তিনি আরো বলেন, “এটাই আমার কাছে আনন্দ ও গর্বের বিষয় যে এখনও পুরোনো দিনের গানকে আঁকড়ে ধরে থাকতে হচ্ছে নয়া প্রজন্মকে। তা সে যেভাবেই গাওয়া হোক না কেন।” তবে তিনি আরো জানান, “কবে যে এসব গান গেয়েছি নিজেই ভুলে গেছি। তবে নতুন প্রজন্ম এই সমস্ত গানকে মনে রেখেছে, সেগুলো গাইছে। এটাই একজন শিল্পীর কাছে সবথেকে বড় পাওয়া।” তবে শিল্পীর এই কথার মধ্যে যে সরাসরি সমালোচনা মিশে আছে, তা সকলের গোচরে এসেছে। ফলে এই মন্তব্যের ফলে চাপে আজকের যুগের নতুন সংগীতশিল্পী মহল।