Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু, ভারত-পাক ম্যাচ দেখার খরচ কত? – Asia Cup 2025 India vs Pakistan

Updated :  Friday, September 5, 2025 10:26 AM
india vs pakistan

ক্রিকেট শুধু খেলা নয়, ভারত-পাকিস্তানের ক্ষেত্রে এটি আবেগের প্রতীক। এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে সেই আবেগ আবারও জেগে উঠেছে। ৯ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্ট, আর ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর এই প্রথম দুই চিরপ্রতিদ্বন্দ্বী মাঠে নামবে। তাই ম্যাচ ঘিরে উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি, যা নিয়ে সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো।

অনলাইনে টিকিট বিক্রি শুরু

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ইতিমধ্যেই অনলাইনে টিকিট বুকিংয়ের পোর্টাল খুলেছে। সমর্থকেরা তিনটি আলাদা প্যাকেজ থেকে বেছে নিতে পারবেন নিজেদের পছন্দ অনুযায়ী। ACC জানিয়েছে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভক্তরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

প্যাকেজ ১: গ্রুপ ‘এ’-র সব ম্যাচের টিকিট অন্তর্ভুক্ত। ভারত, পাকিস্তান, ওমান এবং আরব আমিরশাহীর খেলা দেখতে চাইলে প্রাথমিক মূল্য দিতে হবে ৪৭৫ দিরহাম। ভারতীয় মুদ্রায় প্রায় ১১,০০০ টাকা।

প্যাকেজ ২: সুপার ফোরের টিকিট। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫২৫ দিরহাম বা প্রায় ১২,৫০০ টাকা।

প্যাকেজ ৩: এই প্যাকেজে সুপার ফোরের দুটি বড় ম্যাচ—A2 বনাম B2 (২৫ সেপ্টেম্বর) এবং A1 বনাম B1 (২৬ সেপ্টেম্বর)—সহ ২৮ সেপ্টেম্বরের ফাইনালের টিকিট রয়েছে। দাম ৫২৫ দিরহাম, ভারতীয় টাকায় প্রায় ১২,৫০০ টাকা।

মাঠে গিয়ে কেনা যাবে টিকিট

শুধু অনলাইন নয়, শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট কেনা যাবে বলে জানানো হয়েছে। ফলে যারা অনলাইনে সমস্যায় পড়ছেন, তাঁদের জন্য থাকছে বিকল্প পথ।

উন্মাদনার ঝড়

ভারত-পাক ম্যাচ মানেই বাড়তি আকর্ষণ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই টিকিট বুকিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব। ভক্তদের দাবি, এই ম্যাচে উপস্থিত থাকার সুযোগ পাওয়া মানে ইতিহাসের সাক্ষী হওয়া। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এশিয়া কাপে ভারত-পাক লড়াই শুধু দুই দেশের নয়, পুরো ক্রিকেট বিশ্বের কেন্দ্রবিন্দুতে থাকবে।

বিশেষজ্ঞদের মত

ক্রিকেট অর্থনীতির বিশেষজ্ঞদের মতে, ACC-র এই উদ্যোগে স্বচ্ছতা বজায় থাকবে এবং কালোবাজারি রোধ হবে। তবে কিছু সমর্থক উচ্চ মূল্যের কারণে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সাধারণ ভক্তদের নাগালে দাম কিছুটা কম হওয়া উচিত ছিল।