Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগের ডোজে গন্ডগোল ছিল, ভুল শুধরে পুনরায় ট্রায়াল শুরু করার কথা ঘোষণা অ্যাস্ট্রোজেনেকার

Updated :  Friday, November 27, 2020 7:09 PM

ব্রিটেন: ফাইজার ও মর্ডানার পর ব্রিটেনের অ্যাস্ট্রোজেনেকা করোনা ভ্যাকসিন তৈরি করছে। কিন্তু তারা পুনরায় ঘোষণা করেছে যে, শীঘ্রই শেষ পর্যায়ের গ্লোবাল ট্রায়াল শুরু করবে এই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা। এমনকি এর পাশাপাশি অ্যাস্ট্রোজেনেকার পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে, তাদের ডোজ দেওয়ার ক্ষেত্রে গন্ডগোল ছিল। তাই অনেক স্বেচ্ছাসেবক শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন। তবে পরবর্তীকালে আর তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ কী ভুল হয়েছিল, তা বুঝে গিয়েছে এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তাই পুনরায় এই একই ভুলের পুনরাবৃত্তি ঘটাবে না অ্যাস্ট্রোজেনেকা, এমনটাই দাবি করা হয়েছে।

সংস্থার তরফ থেকে বলা হয়েছে, দু’ভাগে ভ্যাকসিনের ডোজ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। এই একই ভুল আগামী পর্যায়ে আর করবে না, এমনটাও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এবারে ট্রায়ালের জন্য নতুন স্বেচ্ছাসেবক নেওয়া হবে। তবে তারুণ্যে ভরা শক্তিকেই বেশি বেছে নিয়েছে এই সংস্থা। কারণ, তরুণদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। তাই এই ভ্যাকসিন খুব শীঘ্রই কার্যকর হয় কিনা, সেটা দেখার জন্য তাদেরকেই বেছে নেওয়া হবে।

ভারতের পক্ষে এই ভ্যাকসিনের পরীক্ষা করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভারতীয় এই ভ্যাকসিনের ট্রায়াল কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।