Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ রবিবার, কেমন যাবে আপনার দিনটি, জানুন কি বলছে আপনার রাশিফল

Updated :  Sunday, April 26, 2020 9:22 AM

আজ ২৬শে এপ্রিল, রবিবার। নিজের নিজের রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। বাত ব্যাধির কারণে কষ্ট পেতে পারেন।

বৃষঃ আজকের দিনটি খুবই ব্যয়বহুল হতে পারে। পরিকল্পনা করে খরচ করুন।

মিথুনঃ আজ আপনার সঞ্চয়যোগ দেখা দেবে। পরিকল্পনা করে ব্যয় করবেন।

কর্কটঃ পারিবারিক দিক দিয়ে আজ ভালো কাটবে না। গৃহবিবাদ দেখা যেতে পারে।

সিংহঃ আজ কর্মব্যস্ততা দেখা যেতে পারে। কর্মের প্রতি মনোনিবেশ দেখা দেবে।

কন্যাঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটবে। ভোগবিলাস দেখা দেবে আজ।

তুলাঃ পারিবারিক দিক দিয়ে শুভ নয়। দাম্পত্য কলহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিকঃ আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কর্মে সুখ্যাতি লাভ করবেন।

ধনুঃ আজ আপনাকে গঞ্জনা ভোগ করতে হতে পারে। ভেবেচিন্তে সমাধান করুন।

মকরঃ পারিবারিক দিক দিয়ে শুভ নয়। অপত্যহানির সম্ভাবনা রয়েছে।

কুম্ভঃ আজকের দিনটি আপনার খুবই ভালো যাবে। জীবনে নব প্রচেষ্টা দেখা দেবে।

মীনঃ আপনার কর্মে উন্নতি দেখা দিতে পারে। মানসিক দিক থেকে খুবই ভালো থাকবেন।