বর্তমানে আরাধ্যা বচ্চন নামটা কারোর কাছেই অপরিচিত নয়। জন্মের পর থেকেই মিডিয়ার আলো রয়েছে তার উপর। কারণ তিনি বলিউডের বিগ বি’র নাতনি। গত ১৬’ই নভেম্বর ১১ বছরে পা দিয়েছে আরাধ্যা। আর সেই দিনটি খুব স্বাভাবিকভাবেই ধুমধাম করে পালন করেছে বচ্চন পরিবার। উপস্থিত থাকতে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রির নামিদামি তারকাদের। আপাতত সেইসমস্ত ঝলক পাপারাজিৎদের সূত্র ধরেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়, আর সেই ঝলকগুলির জন্যই নেটজনতার একাংশের মধ্যে চর্চিত আরাধ্যার পাশাপাশি গোটা বচ্চন পরিবার।
১৬’ই নভেম্বর নিজেদের বাংলোতেই মেয়ের জন্মদিন উপলক্ষে এক বিশাল পার্টির আয়োজন করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। দাদু অমিতাভ বচ্চন, ঠাকুমা জয়া বচ্চনের পাশাপাশি উপস্থিত ছিলেন দিদা বৃন্দা রায়ও। এমনকি এদিন বাংলোতে শ্বেতা বচ্চনকেও ঢুকতে দেখা গিয়েছিল। তার ঝলকও ধরা পড়েছে ক্যামেরায়।
এদিন অভিনেত্রীর মা বৃন্দা রায়কে বাড়ি ফেরার সময় হাত ধরে গাড়িতে বসিয়েও দিতে দেখা গিয়েছিল ঐশ্বর্য ও অভিষেককে। এমনকি গাড়িতে বসে যাওয়ার আগে নিজের মেয়ে-জামাইকে ভালোবাসাতে ভরিয়েও দিতে দেখা গিয়েছে তাকে। এই মুহূর্তে ইনস্টাগ্রামের পাতায় ‘যোগেন শাহ’ নামের একটি অফিসিয়াল পেজ থেকে সেই ঝলক ভাইরাল হয়েছে।
বাড়ির সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছাড়াও ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকারা উপস্থিত ছিলেন। জেনেলিয়া দেশমুখ তার দুই ছেলে রিয়ান ও রাহিলকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। যাওয়ার আগে তাদের গেট পর্যন্ত ছাড়তেও এসেছিলেন অভিনেত্রী। পাশাপাশি স্বামী চিত্রপরিচালক গোল্ডি বেহলের সাথে উপস্থিত ছিলেন সোনালী বৃন্দেও। নিজেদের দুই সন্তানকে নিয়ে উপস্থিত থাকতেও দেখা গিয়েছে বান্টি ওয়ালিয়র ও ভেনেসা পরমাকে। এছাড়াও দেখা মিলেছে একাধিক তারকাদের, তা আর বলার অপেক্ষা রাখছে না। বলাই বাহুল্য, এদিন সকলের উপস্থিতিতে বেশ ধুমধাম করেই পালিত হয়েছে ঐশ্বর্য-অভিষেক কন্যার জন্মদিন।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference