নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করা তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে কার্যত বিগত বেশ কয়েকদিন ধরে কৃষক আন্দোলন জারি রয়েছে। কর্ণাটক,প পাঞ্জাব, হরিয়ানা, কেরল থেকে হাজার হাজার কৃষক পায়ে হেঁটে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে। এ নিয়ে একাধিকবার সরকারের সঙ্গে বৈঠক হলেও এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি। সরকার যেমন নিজের সিদ্ধান্তে অনড়, ঠিক তেমনই কৃষি আইন যে কোনও মূল্যে প্রত্যাহার করতে হবে এই দাবিতে অনড় কৃষকরা। এতদিন সমস্ত কিছু নীরবে দেখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার কৃষি আন্দোলন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ, শনিবার ফিকি (FICCI)-র এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘দেশে কৃষকদের আয় বৃদ্ধির ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কৃষি আইনে এ কথা বলা হয়েছে। তাতে দেশের কৃষি ক্ষেত্রের সঙ্গে অন্যান্য ক্ষেত্রের যোগাযোগ বাড়বে। এর ফলে এতে কৃষক আয় অনেকটাই বাড়বে। যখন কোনও একটি ক্ষেত্রে বিকাশ ঘটে, তখন এর সঙ্গে অন্যান্য আরও অনেক সেক্টর গড়ে ওঠে। তাই আপনারাই চিন্তা করে দেখুন, শিল্প সংস্থা ও কৃষি ক্ষেত্রে মধ্যে একটা দেয়াল তুলে কী লাভ? এভাবেই এতদিন চুপ থেকে অবশেষে মুখ খুলে কৃষকদের নয় বরং কৃষি আইনের পক্ষেই সওয়াল করেন প্রধানমন্ত্রী।
The faith that the world placed on India in the last 6 years, has further strengthened in the past few months. Be it FDI or FPI – foreign investors have made record investments in India and are continuing to do that: PM Narendra Modi addresses the 93rd Annual Convention of FICCI pic.twitter.com/MiEMRjOoPl
— ANI (@ANI) December 12, 2020
এখানেই তিনি থামেননি এদিন। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর আরো সংযোজন, ‘কৃষি ক্ষেত্রের সঙ্গে তার পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ, স্টোরেজ, কোল্ড চেনও জড়িয়ে রয়েছে। নতুন যে কৃষি আইন তৈরি হয়েছে, তাতে নতুন বাজার পাবে কৃষকরা। শিল্প হিসেবে সেখানে বিনিয়োগ হবে। নতুন প্রযুক্তি ব্যবহার হবে। এর সব লাভ পাবে দেশের কৃষকরা। এমনকি আয় বাড়বে প্রান্তিক চাষীদেরও।’ এভাবেই কৃষি আইনকে সমর্থন করে কৃষকদের আন্দোলন তুলে নেওয়ার ক্ষেত্রে এক পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি দেশের গ্রামীণ ও ছোট শহরগুলিতে শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। এখন তাঁর পরামর্শে কৃষকরা আন্দোলন তুলে নেয় কিনা, সেটাই দেখার।