Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৬ বছরে স্প্যানিশ ফ্লু, ১০৭ বছরে করোনা জয় করে সুস্থ হয়ে উঠলেন এই বৃদ্ধা

Updated :  Friday, May 8, 2020 7:44 AM

স্টাফ রিপোর্টার: চিকিৎসকরা বারবার বলে আসছেন মারণ করোনা ভাইরাস বাড়ির বয়স্ক ব্যক্তিদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। করোনার জীবাণু সরাসরি হৃদযন্ত্রে আঘাত করে যার ধাক্কা বয়স্ক ব্যক্তিদের সামলে ওঠা দুরূহ ব্যপার। কিন্তু এই করোনাকে জয় করেই গোটা দুনিয়াকে চমকে দিলেন ১০৭ বছরের মেরিলি শাপিরো। কিছুদিন আগে মেরিলি শাপিরোর দেহে করোনার জীবাণু ধরা পড়ে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা বৃদ্ধার পরিবারকে জানায় তাঁর আয়ু হয়তো আর মাত্র ১২ ঘন্টা।

কিন্তু তারপরই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ১০৭ বছর বয়স হলেও ওই বৃদ্ধা করোনার মত মারণ ভাইরাসকে হার মানিয়ে যুদ্ধে জয় করে নিজের বাড়িতে ফিরে এসেছেন। স্বভাবতই মা কে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পেরে খুশি তাঁর সন্তানেরা। বৃদ্ধার কন্যা জোয়ান শাপিরোর কথায়, ‘১৯১৪ সালে যখন মায়ের বয়স ছিল মাত্র ৬ বছর তখন চারিদিকে ছড়িয়ে পড়ে এক অজানা রোগ। যার নাম স্প্যানিশ ফ্লু হলেও রোগটির সুত্রপাত হয়েছিল অন্য দেশে। আর সেই রোগেই আক্রান্ত হন আমার মা। স্প্যানিশ ফ্লু-য়ের মত রোগকে জয় করে ফের করোনার মতো মহামারী ঘটিত রোগকেও জয় করলেন মা।’

যে রোগের কবলে আজ গোটা বিশ্ব নাস্তানাবুদ। মারণ করোনা গোটা বিশ্ব জুড়ে প্রাণ কেড়েছে প্রায় দু’লক্ষ মানুষের। সেখানে দাঁড়িয়ে ১০৭ বছরের বৃদ্ধার করোনাকে জয় করে নতুনভাবে পৃথিবীর আলো দেখা যেনো সমাজের কাছে একটি উদাহরণস্বরূপ ঘটনা।